পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ গণ্ডীপাড়া ম তর্পণ করলেই সাগরকে পাব ? 형 অচলদেব অত পাওয়া না পাওয়ার কথা ভাব কেন? তারা যেমন বলে গেছেন, সেই অনুসারেই চলতে থাক—তার এক তিল এদিক ওদিক করে না। আর দেখ, বাপী কূপ সরোবর—এরাও খণ্ড সাগর। এদের অমান্ত করো না কিন্তু। বিধিমতে পূজো করে—ফল পাবে, পুণ্য হবে। না করলেই বিপদ!—হঠাৎ কোনদিন ফেঁপে উঠে কি সৰ্ব্বনাশের ব্যবস্থা করবেন, কে জানে ? পূজোর কোন অঙ্গহানি না হয়, সে বিষয়েও খুব সাবধান হতে হবে। সেবার সরোবর পূজোর শেষদিনে বিন্ধুঘোষ ১০৮ টা রক্তজবার বদলে ৫০টা দিয়েছিল, সেই বছরের মধ্যেই তার বড় ছেলেট রক্ত উঠে মারা গেল। বাকি রক্তজবাগুলোর বদলে ঐ রক্ত নিয়েই সরিৎ-দেবী শাস্ত হলেন ! এসব দেখে শুনেও আজকালকার পাষণ্ডগুলোর চোখ ফোটে না ? মধু তা হলে তৰ্পণ করা ভিন্ন আর কোন উপায় নেই ? আচলদেব না। বাপদাদারা যা করে গেছেন তা ছাড়বে কেন ? তুমি ত আর কুলাঙ্গার নও—বেশ স্থবোধ শান্ত ছেলে । সনাতন বিধি লঙ্ঘন করা যে মহাপাপ, তা আর তোমাকে বুঝোতে হবে কেন ? পুথিতেই লিখেছে— পিতরো যেন যাতাশ্ম যেন যাতাঃ পিতামহা । তেনৈব পথ গন্তব্যমেষ ধৰ্ম্মঃ সনাতনঃ ॥ - মধু বেশ, তাই হবে। રહ: