পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ গণ্ডীপাড়া, মধু হওয়ালেই হয়। চঞ্চলকুমার উই—তবে তুমি এ পাড়াটা ঠিক চিনতে পার নি। মধু কেন ? চঞ্চলকুমার চারদিকে দেয়াল তুলে দিয়ে, হাতে পায়ে শিকল এটে যদি কাউকে তার মধ্যে ফেলে দেওয়া যায়, সে যেমন কায করতে পারে, এখানে কায, হয়—সেই রকম ! মধু আমন করে’ বাড়িয়ে বলে না । চঞ্চলকুমার বাড়িয়ে ?—এক বিন্দু নয়। পদে পদে বিধি-নিষেধের শিকল— চলতে গেলেই চারিদিক হতে ই—ই করে বেড় তুলে দেওয়া,–এ ত: চোখের উপর অহোরহ চলছে। এমন বদ্ধ জায়গায় কি দুর্গন্ধ, ভাই,— আমি ত এক দণ্ডও টিকৃতে পারি নে! মধু বোধ হয় তোমার চলবার মধ্যেই একটা গোল রয়ে গিয়েছে, তাই পদে পদে অত শিকলের ঝনঝনা কাণে বাজে। আর দুর্গন্ধ ?—তাও হয়ত মনের বিকার ! চঞ্চলকুমার তুমি তাহলে এ পাড়াটার ভক্ত হয়ে উঠেছ!—বেশ–বেশ E লেখাপড়া শিখে বুদ্ধিটাকে পঙ্গু করতে চাও—যেমন ইচ্ছে তোমার। ቈዋ