পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] মধু ভক্ত—অভক্তের কথা হচ্ছে না, ভাই। বহুকালের জিনিষগুলো এক মুহুর্তে ছেড়ে দিব—কিসের লোভে ? চঞ্চলকুমার বুদ্ধিটা ত আছে ? সেটাকে একটু খাটাতে হয়,—একটু বিচার করলেই সব গলদ ধরা পড়ে। ম আমি ত বিচার করে কিছু ੇ পারি নি। চঞ্চলকুমার নবীন বাবুর কাছে কোন দিন গিয়েছ ? - মধু না । চঞ্চলকুমার একবার যেয়ে তার কাছে । কি সুন্দর তার বিচার-প্রণালী !— একেবারে চোখে আঙ্গুল দিয়ে গণ্ডীপাড়ার গলদগুলো দেখিয়ে দেবেন। আমি ত বেশ আনন্দ পাচ্ছি সেখানে যেয়ে—খোলা জায়গার খোলা হাওয়া লেগে গাট জুড়িয়ে যাচ্ছে। তুমি যাবে সেখানে ? প্রতি শনিবারে বৈঠক হয়—কালকার বৈঠকের বিষয়—“সাগরের সুন্ধান।” কাল যাবে ? ' - - মধু সাগরের সন্ধান ? তবে ত যাওয়াই চাই ৷ সাগর –সাগরের কথা সেখানে হয় ? - -ab"