পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ গণ্ডীপাড়: চঞ্চলকুমার নিশ্চিত। তা ছাড়া আর হবে কি ? আর সে কি গণ্ডীপাড়ার মত, কথা ? শুনলেই বুঝতে পারবে। অমন জীবনে কখনও শোন নি। মধু শুনব । সাগরের কথা শুনব না ? চঞ্চলকুমার তবে কাল যেয়ে কিন্তু । বল ত আমি সঙ্গে করে নিয়ে যাব । মধু বেশ, এক সঙ্গেই যাওয়া যাবে। *్వ চঞ্চলকুমার so কাল বিকেলে তবে বাড়ী থেকে। " মধু চঞ্চলকুমার খুব সুখী হলাম, ভাই। নিজে যে তৃপ্তি পাচ্ছি, আরেকজনকে তা দিতে পারলে জীবনটা সার্থক হয়। বাড়ী থাকৃতে ভুলো না যেন। আমি কাল আসব। মধু এস । চঞ্চলকুমার তবে নমস্কার । মধু নমস্কার । [ চঞ্চলকুমারের প্রস্থান ] ২৯r