পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] মধু সাগরের সন্ধান ! একেবারে সন্ধান ? এত সহজে ! এত নিকটে ! সন্ধান যদি পাওয়া গেছে, দর্শনও তবে মিলেছে । আর ভাবনা কি ? গান মন তুমি আর ভেবোনারে, রতন তোমার আস্ছে হাতে । অলস শয়ন ছাড়–ছাড়, এনে না ঘুম নয়ন-পাতে । আশার তরী ঘুরে ফিরে, এত দিনে ভিড়বে তীরে, বন্দরের ঐ বন্দনা-গান ভাস্ছে বুঝি বায়ুর সাথে !