পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উণ্টাডাঙা—নূতন বস্তি ـحدهم [ বাগান মধ্যে একটি পাক-ঘর। দুয়ার জানালা সব খোলা। বেল৷ অপরাহু। নবীনচন্দ্র বাগানে বেড়াইতে বেড়াইতে এক একটা ফুলের গন্ধ লইতেছেন। র্তাহার মুখে চিন্তার রেখা । ] নবীনচন্দ্র সন্ধ্যা হয়ে এল। বন্ধুবৰ্গ এখনি আসবেন, তাদেরে আজ তৃপ্তি দিতে পারলে হয়। বোধ হয় পার্ব—আজ বক্তৃতার বিষয়টা বেশ ভালই আছে। “সাগরের সন্ধান”—এ বিষয়টা নিয়ে আজ কতগুলো নতুন কথার অবতারণা করা যাবে। য়া বলব ভেবে রেখেছি, তা বল্লে, প্রাচীন মতের অন্ধগুহা একটা নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে, আশ। করা যায়। - [ মালীর প্রবেশ ] মালী হজুর, আজ ত সাজ লাগতেই জ্যোক্স উঠবে, বাইরে আজ আলো দেবার দরকার আছে কি ? নবীনচন্দ্র দিবি বই কি ? জ্যোস্নায় কি সব দেখা যায় ? দে—দে আলো দে। সাঁঝ ত হয়ে এলরে, দেরী করছিল কেন ? দেখছিল নি সন্ধ্যামণির সব ফুটে উঠেছে ? -