পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ নূতন বস্তি সে কেবলি শ্রান্তি লভে, মজে শুধু নিরাশায় ! হে সাগর, হে অরূপ, নিখিলুের রস-কুপ, তোমারে দেখিতে হলে নুয়ন যে আলো চায় ] কে বলে গো তুমি দূরে ?— আছ ত অস্তরপুরে, এই যে নুপুর তব - দিবারাতি শোনা ষায় ! অদেহ পরশ তব, সদা করে ཨ་ཏྲོ་ཙ་བཱ, তাপিতে শীতল করে মন-গৃঢ় করুণায় ! গীতান্তে গৃহ নীরব। কিছুক্ষণ নবীনচন্দ্র এবং মধু ব্যতীত দলের আর আর সকলে মুদিতনেত্রে, অবনতমস্তকে ধ্যানুমগ্ন । ] নবীনচন্দ্র - সপ্তাহ পরে আজ আবার আমরা একস্থানে মিলিত হয়েছি। বোধ হয় কেহই আমরা ভুলি নাই—আমাদের এ মিলনের উদ্দেশ্ব কি। গণ্ডীপাড়া সাগর-সম্বন্ধে যে বিকৃত ধারণা লোকের মধ্যে প্রচার করছেন, আমরা তা রুদ্ধ করব—র্তারা যে বিধি নিষেধের নাগপাশে লোকদেরে আড়ষ্ট করে রাখছেন, আমরা বিচারের ক্ষুরে তা ছিন্ন করব। আমরা \2&