পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ নূতন বস্তি প্রেমাশ্র-ধারা —এই যে বিশ্বের কলকোলাহলের মধ্যে তারই স্বমধুর কণ্ঠধ্বনি শ্রত হচ্ছে! এমন যে র্তার রমণীয় আবির্ভাব, এমন যে তার নীরব ঘোষণ, তবু লোকে তাকে ভুল করে ? বাইরে তাকে সন্ধান করলে ত তাকে পাওয়া যাবে না। ভিতরে জ্ঞানের আলো জেলে তাকে খুজলেই তার দর্শন মিলবে। সে ত অতি সহজ—অতি স্বলভ | e হে গ্রাণের প্রাণ, হে নিখিলরত্বের আকর, হে ধরিত্রী নতি, তোমাকে লোকে কতনা উপায়ে অহোরহ লাস্থিত করছে " তুমি আছ, এ কথা মেনেও বাপীকুপ সারোবর ভেবে তোমায় তারা নাস্তিত্বের কোঠায় বসিয়ে রাখছে। অরূপকে রূপের ফাঁদে ধরতে খাওয়—সে কি ভীষণ বাতুলতা ! হে করুণাময়, তুমি তাদের অজ্ঞানান্ধকার দূর কর, তাদের চক্ষু ফুটিয়ে দাও, তারা একবার তাদের নিজের ভ্রান্তি-গড়া মোহ-প্রাচীর ভেঙ্গে ফেলুক, তাদের এই বালস্থলভ ক্রীড়াচপলত ঘুচে যা'কৃ— বিধি-নিষেধের কাটাবন অপনীত হয়ে তাদের পক্ষে তোমাকে পাবার পথ একেবারে মুগম হয়ে উঠুক। বন্ধুগণ, আমাদের মিলন সার্থক হতে চলেছে। এর ক্রমঃবৰ্দ্ধিত মাধুর্য্যে আমরা তার আবির্ভাব বেশ অনুভব করতে পারছি। আসুন, আমরা আজ এর জন্যে তাকে অস্তরের ধন্যবাদ প্রদান করি, আর তার চরণে প্রার্থনা করি তিনি যেন প্রতিনি আমাদিগকে আনন্দের নব নব রসধারায় সীবিত রাখতে বিরত না হন, তার প্রবল করুণায় আমাদের বুদ্ধির অমানিশা যেন ঘুচে যায়, আমরা যেন জ্ঞানের প্রদীপ্ত দিবালোকে বিচরণ করতে পারি। পুনৰ্ব্বার নবীনচন্দ্র ও র্তাহার দলের অবনতমস্তকে এবং মুদিত-নেত্রে অবস্থিতি। খানিকক্ষণ পরে দলের দুই তিনজনের দ্বারা সঙ্গীতারম্ভ।] Woo