পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ নূতন বস্তি. [ গীতান্তে সকলের নমস্কার-বিনিময় এবং বিদায়-গ্রহণ। নবীনচন্দ্রপ্রমুখ সকলের বাগান হইতে প্রস্থান। কেবল চঞ্চলকুমার ও মধুর বাহিরে বাগানে আসিয়া অবস্থিতি ও কথোপকথন । ] চঞ্চলকুমার কেমন মধু, শুনলে ত? ভাল লাগৃল না ? কি শুনলাম, বোধ হয়, তা বুঝতে পারি নি। চঞ্চলকুমার সে-কি ? গণ্ডীপাড়ার যে একেবারে গোড়ীয় গলদ,—আমন করে” উনি ধরিয়ে দিলেন, তা বুঝতে পার নি ? ' - মধু । তুমি পেরেছ ? চঞ্চলকুমার তা আর পারি নি ? নইলে কি আর শুধু শুধু এ নতুন বস্তিতে আসা যাওয়া করছি ? মধু "*' श्ात्रि বুঝেছি যে গণ্ডীপাড়ায় অসীম সাগরকে সসীম করে, নিরাকারকে আকার দিয়ে, অরূপকে রূপ দিয়ে, বাতুলত করা হচ্ছে। মধু বক্তৃতার মধ্যে সে কথাটা আমিও শুনেছি। চঞ্চলকুমার তবে ?