পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] মধু সাগরের সন্ধান মিল্ল কই ? চঞ্চলকুমার আর কি সন্ধান চাও? বাইরে চাইলেই যে তাকে ভুল করবে ! মধু অন্তরে ত তাকে দেখতে পাচ্ছি না। চঞ্চলকুমার দেখবে কি ? অনুভব কর । মধু তিনি ত নিরাকার বল্‌ছ—তাকে অনুভব করব কিরূপে ? - চঞ্চলকুমার অনুভব ? এই বিচার করে’—জ্ঞানের আলো জেলে । - মধু ঐ খানেই ত গোল লাগছে। বিচার করতে গেলে ত কতগুলো শুষ্ক কথার কাটাকাটি যথা—তিনি সাকার নন,—নিরাকার, তিনি সসীম নন,—অসীম –এই সবই মনে ভাসবে ওতে যা সাব্যস্থ হবে, সে-ও ত “বাপীকুপ সরোররে’র মত ভিন্নধরণে সাগরের একটা শান্ধিক কল্পনা হয়ে দাড়াবে! তোমরা ধ্যানের সময় কি ঐ শব্দগুলো চিন্তা করছিলে ? চঞ্চলকুমার কি জানি, ভাই, তোমার হৃদয়ট, কেমন ! আমি ত বেশ আনন্দ পাই । - মধু ও আনন্দ কখনই বিচারের ফল নয়। যদি সত্যই আনন্দ পেয়ে {}s