পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ নূতন বস্তি থাক, তবে সেটা কল্পনারই খেলা। ক্ষণিকের অন্ধ উচ্ছাস মাত্র। কিন্তু আমি চাই—প্রত্যক্ষের অনুভূতি। তা যতদিন না মিলছে, ততদিন গণ্ডীপাড়ার কাল্পনিক ভ্রান্ত উপায় ধরাও যা, তোমাদের এই নতুন বস্তির কাল্পনিক অনুভবের রাস্তাটাও তা-ই। না না এমন শূন্য নিয়ে প্রাণে আনন্দ পাব না। এখানে অসংখ্য বাকুবিতণ্ডার ঘনবিন্যস্ত, মায়াজাল—আর সেখানে বিধি-নিষেধের কঠিন শিকল । এখন কোথায় যাই ? তবু ঐ শিকলটা অনেকদিন হতে পুরুতে পরতে । কিছু কিছু অভ্যস্ত হয়ে গেছে—এখন এই বাক্যজালের লোভে তাকে ছাড়লে ত আর অভীষ্টসিদ্ধ হবে না ! চঞ্চলকুমার কি মাথা মুণ্ডু বক্‌ছ ? তুমি কিছুই বুঝলে না ছাই। মধু বুঝতে দিলে কই ? চঞ্চলকুমার তুমি কেবল বক্তৃতার কথাটাই ভাবছি, একবার দেখলে না ত এখানে কেমন স্বাধীনতা ! মধু মিথ্যা ধারণা । চঞ্চলকুমার সে—কি ? : মধু মিথ্যা নয় ? দল বেঁধে যখন তোমরা থাকতে যাচ্ছ, তখনই ত ব্যক্তিগত স্বাধীনতা তোমাদের লোপ পেয়ে গেছে। আণবিক স্বাধীনতা— - в»