পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] भ বড় আশা করে এসেছিলাম। o হতাশ হব, তা’ত ভাবি নি। তবে বুঝি আমার ভাগ্যে সাগর দেখা নেই! কিন্তু যতই দিন যাচ্ছে, ততই যে আমি তাকে দেখবার জন্যে উতল হয়ে উঠছি! কি গোপন বঁাশীর ডাকে সে আমায় এমন করে ডাকুছে! কিন্তু সে কোথায় ? দেখা কি দেবে না ? দেখা কি হবে না ? - গান ( পটমঞ্জরী—একতাল। ) ওগো মুনীল বন্ধু আমার কোথায় বসে বাজাও বঁাশী ? তোমার তরে এমন করে" পরাণ কেন হয় উদাসী । কি গান তুমি গেয়ে গেয়ে যাও, অর্থ তাহার বুঝতে নাহি দাও, দিগ্বিদিকে কেবল ঝরাও স্বরে মুরে পুষ্পরাশি ! শ্রবণ মম শুনছে যত গান, অফুিল করে দিচ্ছে এ নয়ান, দরশ আশায় হায়রে দিনমান জলে জলে যায় সে ভাসি। মিষ্টি যদি এমন বঁাষ্ট্ৰী-মুর, প্রাণটা তব নয় কিরে মধুর । আড়াল ধরে এমনি রবে দূর,— দাড়াবে না সামনে আলি ?