পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উণ্টাডাঙা—চৌমাথ৷

థఃక్టిక్తిః

নিবারণ আচ্ছা কারবার ফেদে ফেলেছ, বঙ্কিম। রাতদিন কেবল হুটোপুটি, দৌড়াদৌড়ি, চেচামেচি —যত রাজ্যের অকালকুষ্মাগুদের ঠেলাঠেলি । , কেবল খাই—খাই রব। একটু যে সোয়াস্তিতে থাকৃব—তার পথটা পৰ্য্যন্ত বন্ধ করে দিয়েছ । , বঙ্কিম - তা না করলে চলবে কেন, নিবারণ দা? টাকার দরকার ত সকলেরই। নইলে খাবে কি? সংসার চলবে কিরূপে ? নিবারণ আরে রাম বল—রাম বল। অমনতর খাটুনি ওতে যে মৃত্যুকে তাড়াতাড়ি নিমন্ত্রণ করে আনছে । আর টাকা দিয়ে কি হবে ছাই ? জীবনটাই যদি বৃথা চলে গেল, তবে টাকার থলে নিয়ের্শক মৃত্যুর পারে বঁাচতে যাবে ? যত সব অনাস্থষ্টি তোমাদের ! বঙ্কিম তবে কি করতে হবে ? নিবারণ হেসে খেলে নাও—হেসে খেলে নাও। দুদণ্ডের জীবন অমন করে’ ব্যর্থ করা কখনই উচিত নয়।" - 8%