পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] বঙ্কিম তুমি তা বলতে পার। বাপদাদার টাকা রয়েছে—বসে’ বসে খেতে পাচ্ছ, হাসিখেলা তোমার আসবে না কেন ? কিন্তু সকলে ত আর তোমার মত নয়,—তাদের টাকা রোজগার করতে হবে—খাটুতে হবে। নইলে, পথের কুকুর হয়ে কাঙালবেশে পরের দরজায় লাঠিছাড়া আর কিছুই যে তাদের মিলবে না ! আমোদ তুমি করতে পার-কর, কিন্তু সকলকে তোমার দলে টেনো না—টানতে পারবেও না। নিবারণ তাই ত বলছিলাম—আমার সোয়াস্তির পথটা তোমরা একেবারে কাটায় ভরে দিচ্ছ। আমি এখানে থাকি কি করে’ ? বঙ্কিম থাকা চলবে না। এখানে থাকৃতে হলে, খাটুতে হবে। আর খাটবেই বা না কেন ? বাপদাদার না খাটুলে তোমার ও টাকাটা আস্ত কেমন করে ? আর তুমি না খেটে, সেই টাকাটা ভোগ করবে ? এ হতেই পারে না। লক্ষ লক্ষ লোক টাকার অভাবে ছটফট করছে—ঘুরে মরছে—মারা যাচ্ছে, আর তোমার ঘরে টাকার পুজি, অনায়াসে অক্লেশে তুমিভা উড়োচ্ছ-ফুর্তি কর্ছ! কে বলেছে, ঐ পুজি টাকায় তোমার অধিকার ? মিথ্যা কথা। রক্তের দোহাই দিয়ে অলস লোকে কখনই ও টাকার অধিকারী হতে পারবে না—ওর উপযুক্ত উত্তরাধিকারী ঐ দীন দরিদ্র অন্নহীন কৰ্ম্মক্লান্ত জনসংঘ। নিবারণ তোমরা ক্ষেপেছ, দেখছি। অনবরত টাকা—টাকা করে খাটুতে খাটুতে তোমাদের মাথা কি আর খারাপ না হয়ে যায়? আরে ভাগ্য বলে str