পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৌমাথ৷ একটা জিনিষ আছে, তাত মান ? আমার ভাগ্যে আছে—আমাকে টাকার জন্যে ভাৰ্বতে হবে না—আমোদ আহলাদেই আমার জীবনটা কাটবে। তোমরা জোর করলে ত আর কপালটা কেড়ে নিতে পার না ! - বঙ্কিম - ভাগাই যদি থাকে, তবে সে ভাগ্যটা সকলের সঙ্গে সমান ভাগ বসাবে —এই-ই আমরা চাই । - নিবারণ এ কখনই হতে পারে না । বঙ্কিম এই ই হবে। ভাগ্যের নামে অমন বুজরুকী আমরা কিছুতেই আর । চলতে দেব না। মানুষ মাত্রেরই সমান অধিকার। কারু বেশী, কারু কম, এ সব দরদস্তুর এবার আর চলছে না। নিবারণ তুমি ত ভয়ানক লোক দেখছি হে। ভাগ্য মান না? উচু নীচু— সুখ সুবিধে ও সব যে ভাগ্যেরই ফল ! এই দেখ না কেন, তোমার ত অনেক রকম কারবার চলছে, তাদের কুলী মজুরদের খাটাতে হলে । তোমাকেই হুকুম করতে হয়। কেন, সে বেটারাও ত তোমাকে হুকুম করলে পারে? এ হয় না। তাদের ভাগ্য-হুকুম খাঁটা, তোমার ভাগ্য— হুকুম করা । বঙ্কিম তাদের শিক্ষার দোষে তারা কুলীমজুর হয়েছে—ছুকুম খাটছে। এমন শিক্ষা দেব যাতে আর তার হুকুমের তলে না থাকে। নিবারণ এ হতেই পারে না। হাজার শিক্ষা দাও, ভাগ্যে যাকে কুলী বা 8?