পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] কুলীর কৰ্ত্ত হতে লিখেছে, সে তাই-ই হবে,—তা আর উন্টোতে পাৰ্বছ না। - বঙ্কিম এ হতেই হবে। ভাগ্যটাকে না উন্টিয়ে আমরা কিছুতেই আর ক্ষান্ত হচ্ছি নি। - নিবারণ যখন উন্টিয়ে দিতে পারবে, তখন তোমাদের নিবারণদা তোমাদের দলে মিশবেন। আপাততঃ কিছুদিন আমোদ ভোগ করা যখন তার ভাগ্যে আছে, তা হ’তে আর তাকে বঞ্চিত কর কেন ? না আর কথা নয়। তোমার সঙ্গে বকে বকে আমার প্রাণের রসটা শুকিয়ে উঠল। এইবার সরে পড়া যাক। (সহসা তুড়ি দিয়া তান ধরিল) “তুম তা-না-না-না-না ত্রিম, ত্রিম তা না-না-না—না, ত্ৰিমূতা না-না-না-না—” ই, এতক্ষণে ফুৰ্ত্তিটা আবার জমে আসছে—বা বাঃ! বঙ্কিম কেমন সুখের পীয়রা সব —কেবল রাতদিন আরাম খুজে বেড়াচ্ছেন। পরের দুঃখ কষ্টের দিকে একটুও লক্ষ্য নেই! যত লক্ষ্য সব নিজের সুখের দিকে ! টাকাটা এক জায়গায় জড় হলেই এই সব উপদ্রব হষ্টি করে। তারপর ঐ সেকেলে স্বত্ব-আইন, কি বিষময় ফলই না ওতে সমাজে এনে ফেলেছে। সবটার একেবারে আমূল সংস্কার আবশ্যক, নইলে আর এ ভীষণ বৈষম্যের হাত হতে রক্ষা পাওয়ার সম্ভাবনা নেই। [ প্রস্থান ] B¥ [ প্রস্থান ]