পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৌমাথ৷ [ অন্য দিক দিয়া চঞ্চলকুমারের প্রবেশ ] চঞ্চলকুমার ও কে গেল ?—বঙ্কিমদা নয়,? ও—ও বঙ্কিম দা, আরে কোথায় যাচ্ছ হনহন করে ? শোনই না। [ বঙ্কিমের পুনঃ প্রবেশ ] বঙ্কিম কিরে ডাকৃছিস কেন ? দেখছিস নি বেলা হয়ে গেল? কাযের সময়, এখন কি আর দেরী করতে পারি ? বল চটুকরে’—কি খবর। - চঞ্চলকুমার আমাকে তোমার কারখানায় নেবে ? বঙ্কিম সে কিরে ? তোর আবার ও মতি হল কবে থেকে ? চঞ্চলকুমার যবে থেকেই হোক। বল, নেবে ? বঙ্কিম তুই কি পারবি ? এর নাম কায রে কাষ–একেবারে মাথার ঘাম পায়ে ফেলা ! এ ত আর বসে বসে’ স্বপন দেখা নয় ? চঞ্চলকুমার তা জানি। ঐ কাৰ্যই এখন আমার করতে হচ্ছে। নইলে খাব কি বঙ্কিম - কেন, সাগরের স্বপন দেখে যত সব আকাটমূৰ্খ তোরা ! আমি গোড়া থেকেই জানি—সাগর, সাগর বলে চেঁচালে সাগর ত কোনদিন দেখা দেবেই না, লাভের মধ্যে মাথাটা যাবে খারাপ হয়ে, শরীটরা - & 3