পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] যাবে মাটি হয়ে, আর তার ফলে সংসার ও সমাজের বুকে জলবে আগুন ! যাক। এখন তবে তুই বুঝতে পেরেছিস্—শরীরটাই আগে ? চঞ্চলকুমার - হু । বঙ্কিম বেশ। কিন্তু যে “ফুরফুরে বাবু” হয়ে পড়েছিল, কি কায তুই করতে পারবি, তা’ত বুঝতে পারছি নি। চঞ্চলকুমার এই যা হয় একটা কিছু। কিছুদিন শিক্ষানবীশীও ত করা চাই। বঙ্কিম তা’ত করতেই হবে রে । নইলে কি আর একচোটে কোন কাযের ভার তোকে দেওয়া যেতে পারে? আচ্ছ, কিছুদিন সবুরই কর না— দেখি তোর মতিটা এর মধ্যে ফিরে যায় কি না ! চঞ্চলকুমার না-না এবার আর তা হচ্ছে না । বঙ্কিম সেটা ফলেন পরিচয়তে তোর ত এর মধ্যেই কত পরিবর্তন দেখলাম! এখন কোথায় যাচ্ছিল, বল ? চঞ্চলকুমার তোমার কাছেই । বঙ্কিম তবে চল, দুজনাই কারখানাটা একটু ঘুরে দৈখে আসি।