পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৌমাথ। চঞ্চলকুমার চল। । উভয়ের প্রস্থান। অন্যদিক দিয়া মধুর প্রবেশ ] মধু কিছু হল না—কিছু হল না । কই, সাগর কই ? প্রাণটা যে একেবারে শুকিয়ে উঠছে! , কতকাল আর এ শুষ্কতার মধ্যে পড়ে থাকব ? এযে বড়ই ভীষণ ! না—না এমন করে জীবনটাকে নষ্ট করতে ইচ্ছে হচ্ছে না। আমি চলছি কই ? এ পথ কি তবে পথ নহে ?—এটা কি একটা গোলোকধ-ধ—বদ্ধ ঘর ? না, এ পথে চলবার মত সামর্থ্য আমার নেই? না, চালক অভাবে পথের সঠিক বাৰ্ত্তাই আমার কাছে এখনও পৌছায় নি ? বিষম সমস্তা! এ সমস্তার মীমাংসা করবে কে ? কে আমায় ঠিক পথে চালাবে ?—কে আমায় সাগরে নিয়ে যাবে ? [ বঙ্কিমের কারখানার একজন নিরক্ষর সর্দারের প্রবেশ ] সর্দার পেরণাম, দাদাঠাকুর মধু কোথায় যাচ্ছিস এত সকালে ? ভাল আছিস্ জ্ঞ? সর্দার আজ্ঞে, আপনাদের আশীব্বেদে ভালই আছি। গিয়েছিলাম আমাদের কর্তাবাবুর খোজে। শুনলাম তিনি বাড়ী নেই-কারখানায় বেরিয়েছেন। তার দিয়ে খুব দরকার। এখনই চাই। - মধু কেন, কি হয়েছে ? 重松