পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] সর্দার আজ ভোরে তেলের কারখানার দরজা খুলতে গিয়ে দেখি, উঠা:ে পিপেগুলোর কাছে তিনটে মোহর পড়ে রয়েছে। একবার ভাবলাম সে গুলোয় হাত দেব না—কেজানে •কার মোহর ?—থাক্‌ পড়ে’ তারপর ভাবলাম, না—এ গুলো কৰ্ত্তাবাবুর হাতে দিই গিয়ে, তিীি খোজ ক’রে যার হয়, তাকে দিয়ে দিবেন। এই ভেবে মোহরগুলে যেই তুলেছি, অমনি রামু সর্দার এসে উপস্থিত। সে দেখতে পেে ব্যাপারখানা কি জিগ্‌গেস কল্পে। আমি সবটা তাকে খুলে বল্লাম। ে কি বলে, দাদাঠাকুর, জানেন ?—সে বলে, কুড়িয়ে পেয়েছিল, আর দি:ে যাবি কেন ? লক্ষ্মীর ধন হাতছাড়া করতে নেইরে, হাতছাড় কর:ে নেই। - মধু তুই তাতে কি বল্লি ? সর্দার আমি বল্লাম, সে কি হয় রে রামু ? এটা যে পরের জিনিষ ! কো ব্যাপারী হয় ত ফেলে গেছে, এতক্ষণ টের পেয়ে থাকলে নিশ্চি কান্নাকাটি যুড়ে দিয়েছে। এটা গোপন করলে, সাগর কি তা জানে পাবেন না ? হয় ত এই পাপের জন্যেই কোন দিন তিনি ফুসে উী আমার দফা রফা করবেন আরকি! - মধু - সর্দার রামু বলে—আর সাগরের ভয় করে। কর্তুবাবুত বলেই থাকেন সাগর –ই, তারপর ? 磁8