পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ চৌমাথ। সাগর-টাগর ওসব বাজে—এখানে টাকাই হচ্ছে কাযের । তবে অার ডরাস কেন ? . - - মধু তুই কি উত্তর দিলি ? সর্দার আমি বল্লাম—আমরা মূকছু লোক, কৰ্ত্তাবাবুর ও সব কথা কি বুঝি r আমরা সাগরকে ডরাই । মধু তাই বুঝি ঠিক করেছিল—মোহরগুলো বাবুর হাতে দিয়ে দিতে ? সর্দার আজ্ঞে । মধু বেশ করেছিল। যা শীগ্‌গির। সাগর বাজে নয় রে, সাগরই কাযের, এই কথাটা কখনই ভুলিস্ নি। আর কর্তাবাবুকেও তোরু ভয়ের কথাটা একটু ভাল করে জানিয়ে দিবি। সর্দার যে আজ্ঞে—তবে চল্লাম, দাদাঠাকুর। পেরণাম। [-প্রস্থান ] মধু আজ বঙ্কিম একটু বুঝতে পারবে—আর পরিণামে আরও ভাল করে বুঝবে—উন্টাডাঙায় তার মতবাদটা কি অনিষ্ট করেছে ও করছে। সাগরে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা বা ভীতি না থাকৃলে এ ডাঙায় যে কেবল বাঘ ভালুক ছাড়া আর কিছুই বাস করত না । আরে শিক্ষা–শিক্ষা করে” চেচাচ্ছিল,—তোর কেতাবী শিক্ষায় বুদ্ধিটাই যে কেবল ধারাল হবে, কিন্তু (to