পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৌমাথা আর পারি না—স্তুপীকৃত মতবাদের উপলখণ্ডে ঘা খেয়ে খেয়ে হৃদয় যে ক্ষত বিক্ষত হয়ে পড়ল! এবার ছুটুতে চাই—সংশয়ের কঙ্করকঠিন অন্ধগুহায় জীবনটাকে আর নষ্ট করব না–করতে পারব না। এবার একেবারে সকলের বাইরে যেতে চাই-একেবারে মুক্ত হাওয়ায়, মুক্ত আলায় অবগাহন করে। ধন্য হতে চাই । ঘন্যবনিকার অন্তরালে, হে বধিরতম ভবিষ্যৎ, তুমি আমার জন্যে তোমার কোন রহস্ত-কক্ষে সফলতার বিচিত্র বর্ণবিশিষ্ট একখানি মনোরম দৃশ্যপট কি রক্ষা করছ না ? গান (মিশ্র—দাদরী) সাগর যখন ডাক দিয়েছে, থাকব না রে থাকব না, গিরি-গুহার অন্ধকারে বন্ধ মোরে রাখব না। কঠিন-শিলা ধসিয়ে দিয়ে, চূড়ায় চূড়ায় লাফাইয়ে, আপন মনে কলকলিয়ে নাম্ব-মানা মানব না। হিমের দারুণ পরশ-ভারে জড়িয়ে মোরে জমিয়ে মারে, রবির কিরণ বরষ.ধরে” বারেক তরে যাব না। খোলাখুলি আলো হাওয়ায়, খোলা নভে, খোলা হিয়ায়, পুলক মগন রইব সদায়, ধার ত কারু ধার্ব না ! ¢ ዓ