পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] মধুর পদধ্বনি ? এমন অন্ধকারে কে আসছে ? মানুষ না পশু ? মানুষই বটে ! এমন তালে লয়ে বাধা ধীরোখিত পদশব্দ মানুষ ছাড়া আর কার হতে পারে ? কে আসছে ? কেন আসছে ? কেউ চলছে না—এমন অন্ধকারে এ চলে আসছে কেমন করে ? অই—নিকট হতেও নিকটতর —অই—অই! কেগা এই অন্ধকারে? কই, উত্তর ত দিচ্ছে না ? কে তুমি ? একেবারে গায়ের উপর এসে পড়লে যে ? বাং, কে—তুমি ? বধির না কি ? শুনতে পাচ্ছে না ! - [ কেহই আসিবে না। পূৰ্ব্ব হইতেই অন্ধকারের আড়ালে একজন দাড়াইয়া থাকিবে, তাহার গায়ে নাড়া দিয়া ] ওগো, তুমি কে ? উত্তর দিচ্ছ না কেন? শুনতে পাচ্ছ না ? অপরিচিত পাচ্ছি। মধু তবে বল—তুমি কে ? অপরিচিত আমি কে-!—কেমন করে পরিচয় দেব ? কেন, তোমার নাম ? - অপরিচিত নাম কি আর আছে ? - মধু সে—কি ? তুমি কি কর ।