পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ যাত্র-পথ অপরিচিত কি যে করি—তাও ত বলতে পারছি নি। মধু ভাল—বেশ নতুন রকমের লোক দেখছি ত! কোথায় যাচ্ছ তুমি ? অপরিচিত কোথায়ও নয় ।

  • মধু বেশ —এই যে তুমি এখানে চলে এলে ?

অপরিচিত আমি এলাম ?—না—তুমি এলে ? মধু বাঃ আমি ত এখানেই দাড়িয়ে আছি! তোমারি ত পায়ের শত্ৰ শোনা গেল । অপরিচিত ভুল শুনেছ। ওটা আমার পায়ের শব্দ নয়। তোমারি পায়ের শব্দ পরের বলে মনে হয়েছে। - আমার পায়ের শব্দ ! ! অপরিচিত ই-গো-হঁ, তোমারি পায়ের শব্দ। তুমিই ত চলছ—আমি ত আর চলছি নি। মধু আমি চলছি ? ভীষণ অন্ধকার আমায় চলতে দিচ্ছে কই ? তবে চলৰার ইচ্ছে আছে আমার।