পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ যাত্রাপখ মধু সে কিরূপ ? অপরিচিত বুঝবে না। সাগর না দেখলে তা বোঝা যায় না। মধু আপনি তবে সাগর দেখেছেন ? সাগরকে তবে দেখা যায় ? অপরিচিত (কিছুক্ষণ নীরব থাকিয়া) দেখতে চাইলেই দেখা যায়। মধু আমি দেখতে চাই। আপনি দেখাতে পারেন ? অপরিচিত কিছু সাহায্য করতে পারি । মধু পারেন ? অপরিচিত পারি বোধ হয়—যদি তুমি চলতে চলতে না থাম। মধু না—না থাম্ব না। আপনি আমায় দয়া করুন। অপরিচিত থামবে না ? - মধু না ।