পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] অপরিচিত ঝড় ঝঞ্চ বজ্রপাত কত কি বিপদ আসবে –ভয় পেয়ে থামবে না ? মধু আজকার মন নিয়ে বলছি—থাম্ব না'। অপরিচিত. কত সৌন্দৰ্য্য—কত মাধুৰ্য্য তোমায় পদে পদে আটকে রাখতে চাইবে—তুমি সে সবে ভুলবে না ? মধু ভুলও যদি করি, তবে আপনার সাহায্যে সে ভুল ভাঙবে না কি ? অপরিচিত ভাঙবে—যদি সাহায্য উপেক্ষা না কর । মধু সাগরের পথে যেতে সাহায্য করবেন আপনি, তাই করব উপেক্ষ ?— এ ত কখনই মনে হয় না । অপরিচিত তবে সম্মত হলাম । মধু অই যে চাদ উঠছে ! কৃষ্ণস্বনিবিড় সুপ্ত গ্রামগুলোর গাছের আগ শাদা হয়ে উঠল—এই যে চারদিকে কেমনু আধ আলে,—আধ ছায়া! এইবার আপনাকে দেখতে পাচ্ছি। আপনি এত স্বন্দর। অপরিচিত আলো দেখতে পেয়েছ, তাই স্বন্দর লাগছে। նցն»