পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ R ] লোকালয়ে [ মধুর প্রবেশ ] মধু এ কি ? আবার যে লোকালয়ে এসে পড়লাম ! যেখান থেকে পরিত্ৰাণ চাই, পথ আমায় সেইখানেই টেনে আনলে ? ও কি ভীষণ জনকোলাহল –ও কি প্রখর জনতা-স্রোত ! ঐ যে হাট বাজারের দরদস্তুর চলছে—ঐ যে ধনীর ঘরে টাকার ঝনঝনানি—এই যে পাশের ঘরে মৃত্যরব—বিলাস-সঙ্গীতের অবিরল উচ্ছাস ! এ কোথায় এলাম ? বেশ দেখতে পাচ্ছি-হিংস্থকের গুপ্ত ছুরিকা এখানে চক্‌মক্‌ করে উঠছে—ক্রোধীর আরক্ত চক্ষু কটুমটু করে চেয়ে আছে—লোভীর রসনা লক্ লক করছে—কামুকের রক্তগও নেশায় ভরপুর! না—না এখানে থাকা নয়! আমার মনটাকে এর চারদিক হতে টুকুরে টুকুরে করে ফেলতে চাচ্ছে! এখান হতে পালানই শ্রেয়ঃ । কিন্তু এ কি ?—পালাতে চাইলেই এরা আরও ঘিরে দাড়ায় যে ! এ কি বিস্তু। এরা আমুীয় চলতে দেবে না ? না—আমি চলবই চলব। কে আমার পথ আটকায় দেখা যাক্ । (কিছু দূর অগ্রসর হইয়া) ঐ যে কতকালকার পরিচিত মুখচ্ছবি সব উকি মারছে। ঐ যে বাল্যকালের হরি, রাম, নস্থ—ঐ যে বীণু, শুাম, ললিতা—ঐ যে বিশে রাখাল, গোপাল গোয়াল, মাধব মুদী—ঐ যে কেষ্ট চাকর-বিধু বি, কত-না পুতুলখেলা, কত লুকোচুরী, কত লাফালাফি, কত-না আষাঢ়ে গল্প ! ঐ যে দিদিমার আদর–বাবার শাসন—গুরুমশাইয়ের ভয়! ঐ যে পরিণত বয়সের কত বন্ধু—বঙ্কিম, ఆసి