পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] চঞ্চলকুমার, নিবারণদা, ঐ যে নিজের স্বষ্ট কত না কৰ্ম্মজাল, কত অধ্যয়ন, কত অধ্যবসায় ! বেশ লাগছে! আমার প্রীতিকে এরা কত না উপায়ে গ্রহণ করেছে—এদের কথা কি ভোলা যায় ? কি স্বন্দর এর । কি মধুর এরা ! - না—না এ কি করছি ? আমি যে দাড়িয়ে গেলাম! এমন করলে ত সাগর দেখা ঘটবে না। এরা সব গুলোই আমার পথের বিস্ত্র। ঠেলে ফেলে দিতে হবে—ঠেলে ফেলে দিতে হবে—এ সবে মন দিলে আর চলবেন । এতদিন ত এদেরেই মুখ্য করে জীবনে মেনে নিয়েছিলাম, সাগর ছিল গৌণ। কিন্তু যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ, তাকে গৌণ করে রাখলে, সে কি আর দেখা দেয় ? ঐ অচলদেব, ঐ নবীনচন্দ্র তাই এখনও তার সন্ধান বলতে অক্ষম। সংসারকে গৌণ করে সাগরকে মুখ্য না করলে—কখনই তার পথে চলা হবে না। আমি যখন চলতে চেয়েছি, তখন আর থামা নয়। সাগর—সাগর, তুমি আমার সক হৃদয়টাকে দখল করে বস। এমন করে দখল কর, যেন আর কিছু সেখানে ঢুকৃতে না পায় ! গান (ভৈরবী—কাওয়ালী ) হৃদয় দিতে চেয়েছিলাম, দেইনি আলস ভরে, আপন মনের স্বপন নিয়ে, দূরেই আছি সরে’ ।