পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ যাত্র-পথ আমি বিশ্বাস করে নিলাম—কেন করলাম –তোমার মূর্তিটি দেখেছিলাম বড় স্বন্দর,—উদ্ভাসিত জ্যোৎস্নার মধ্যে স্থির বিদ্যুতে গড়া তোমার দেহখানি—দেখে মনে হল—এই-ই আমায় ঠিক পথ বলে দেবার উপযুক্ত লোক। ভুল করেছি--ভুল করেছি। এ্যা, সত্যই কি ভুল করেছি ? আমন সৌন্দৰ্য্য যার, তার মধ্যে কি কুটিলতা থাকতে পারে ? না—না, ভুল করি নাই। না-না, ভুল করেছি। না—না, কি করেছি, তাই-ই ভাল করে বুঝতে পারছি নি। ও কি –বনের মাথায় আগুন জলে উঠল কেন ? ও:-চাদ উঠছে! যাক, বাচা গেল, অন্ধকারে আর ত অন্ধ হয়ে থাকৃতে হবে না। যদি পথ থাকে, তবে তাও একটু ভাল করে দেখে নেওয়া যাবে। (ইতস্ততঃ দৃষ্টি নিক্ষেপ ) এই যে পথ আছে! তার রেখাটা কিছু ধরা যাচ্ছে । ও কে পথের উপর বসে’ ? এমন বিজনতার মধ্যেও জীবনের স্পন্দন! কেগো তুমি ?

  • অপরিচিত [ অন্ধকারে প্রচ্ছন্ন হইয়৷ পূৰ্ব্ব হইতেই বসিয়া থাকিবে ] उ७-निप्लेज़ ।

মধু এ্যা—আপনি ? আপনি এখানে বসে’ রয়েছেন, তবু আমাকে সাড়া দেন নি ? অপরিচিত দেখছিলাম তুমি কি কর। মধু বড় অপরাধ হয়ে গেছে—আপনাকে ভুল বুঝেছিলাম। আমাকে ক্ষমা করুন, (অপরিচিতের পদধারণ) ক্ষমা করুন। סיף