পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] অপরিচিত পা ছাড়—পা ছাড় । ও কি কর ?—পাগল হয়েছ –তোমার দোষ কোথায়? ও ভুল যে করবেই—অমন সবাই করে থাকে। মধু না—না দোষ হয়েছে। আমায় ক্ষম নয়—শাস্তি দিন। অপরিচিত শাস্তি ? ই দিচ্ছি। (মধুর শিরশ্চন) কেমন,—হল ? মধু এবার থেকে আপনি আর দূরে থাকবেন না। দূরে থাকলেই যত বিপদ –আবার হয়ত কি সাজাতিক ভুল করে বসব! ግ8 অপরিচিত দূরে কোথায় ?—নিকটেই ত রয়েছি। দূর মনে কর কেন ? মধু কই, দেখতে যে পাই না ! অপরিচিত ভাল করে দেখন, তাই দেখতে পাও না। মধু কেমন করে ভাল করে দেখা যায় ? অপরিচিত আপনিই তা বুঝতে পারবে। মধু বুঝতে পারব ?