পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] মধু তা’ত বুঝতে পারি নি। অপরিচিত নিজের শক্তিতেই এসেছিল। মধু আমার শক্তি ? না—না এটা আপনারি দয়া ! অপরিচিত পাগল । মধু তা যাই-ই বলুন, আমার কিন্তু বিশ্বাস আপনার দয়া ছাড়া আমার এক পাও নড়বার সামর্থ্য নেই। তাই ভয় হয়, কখন কি অপরাধ করে’ সেই দয়া হ’তে বঞ্চিত হয়ে পড়ি ! অপরিচিত আর ভয় কি রে? দুৰ্গম পথ ত প্রায় ফুরিয়ে এল, এখন জোর করে চেলে’ যা ।

  • १७