পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8 J ঝরণ-তলে [ গাহিতে গাহিতে মধুর প্রবেশ ] গান (পিলু বারোয়—যৎ ) ঐ ঘর-ছাড়া মোরে করেছেরে ঘর-ছাড়া ! আজ পথের নেশা ধরিয়ে দিয়ে, পথে এনে দেয় না সাড়া। পুজি-পাটা বসন-ভূষণ মোর হাত পেতে সে চেয়ে নিয়ে, পরিয়ে দিল ডোর, কাঙাল করি কেমন করে" কাদিয়ে মারে চোখ-তাড়া ! ৰতই তাহার নিঠুর ব্যভার পাই, ততই তারে গভীর ভাবে বুকের কাছে চাই - তাই আদর্শনে এমন আমার হৃদয়মাঝে দেয় নাড়া ! বন-মরু-মাঠ কত নগর গায়, পথ যে আমায় দিবানিশি ঘুরিয়ে মারে হায়! তার শেষ-সীমানা পাই না কেন, হলাম কিরে দিকৃহারা ? ዓዓሶ