পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] ওগো অপরিচিত, ওগো সুপরিচিত, ওগো নিষ্ঠুর, ওগো করুণ, ওগো শক্র, ওগো মিত্র, ওগো আমার কি-যেন কি, আজ তোমায় দেখতে বড় ইচ্ছে করছে। তুমি বলেছ, তুমি কাছেই থাক, ভাল করে চাইলেই তোমাকে দেখা যায়। আমি ত চাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি কই ? তবে বুঝি এ চাওয়াটা ভাল করে চাওয়া হচ্ছে না! কেমন করে ভাল করে চাইতে হয়, আমায় শিখিয়ে দাও—আমি তোমায় প্রাণ ভরে’ দেখি। তুমি এত স্বন্দর –এত মধুর —তোমায় না দেখে থাকা যায় ? সাগর কোনদিন দেখিনি, কোনদিন দেখতে পাব কি না, তাও জানি নি। কিন্তু তোমায় দেখেছি—আমার চোখে, মনে কি অপরূপ অঞ্জন লেগে গেছে!—তাই মূহুৰ্ত্তমাত্র তোমাছাড়া থাকৃতে সাধ হচ্ছে না । ( খানিকট গমন ) এই যে একটা ঝরণাতলায় এসে উপস্থিত হওয়া গেল। কত বনজঙ্গল মাঠ পেরিয়ে, কত কত প্রাণহীন নগরীর সৌধশ্রেণী ছাড়িয়ে, কত কত নিৰ্ব্বাক্ জনপদের শু্যামলতা এড়িয়ে, কত বিরাট মরুভূমির মারাত্মক শুষ্কতা সহ করে এসেছি। বড়ই ক্লান্ত, তুষাৰ্ত্ত হয়ে পড়া গেছে। এখন ঝরণাতলায় খানিকটা বিশ্রাম করা যাক্। (উপবেশন ) আঃ শরীরটা জুড়িয়ে গেল!—কেমন মিঠে ঠাণ্ডা হাওয়া এখানকার! আর পিপাসাও বুঝি থাকুল না! ওগো প্রাণ-প্রিয়, এখন একবার দেখা দাও । দুঃখে তোমায় ডেকেছি—কখনও দেখা পেয়েছি, কখনও পাই নি, আজ এই শান্তিতে তোমার সঙ্গ কত স্থখের হয়, জানতে ইচ্ছে করছে। দেখা দাও— দেখা দাও । এ-কি! সমস্ত ইন্দ্রিয় যে শাস্তির রসে অবশ হয়ে পড়ছে! চোখ যে আর তুলতে পারছি নি! আঃ একটু ঘুমোই। (শয়ন ও মুদিত இச -