পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ যাত্র-পথ নেত্রে) এই যে বন্ধু আমার এসে দাড়িয়েছে ! বেশ!—বেশ! দাড়াও, দাড়াও, তোমাকে ভাল করে দেখে নি। অনেকদিন দেখা দাও না, আজ ভেসে উঠেছ—একেবারে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাদ । আর কি চোখ ফেরাতে পারি ? দাড়াও—দাড়াও, সরে যেয়ে না—দাড়াও । ওগো অপরিচিত, বহুদিনের নু দেখায়, তোমার পরিচয় ত মূহুৰ্ত্তে মুহুর্ভে পেয়েছি—মনে হয়েছে, তুমিই আমার সব। কিন্তু তবু এখনও তোমায় ভাল করে চিনতে পারি নি—তুমি যে বড় রহস্যময় !—এখনও ভুল করবার আশঙ্কা আছে। দাড়াও—দাড়াও, তোমার স্মিতহাস্তে আমার সমস্ত আশঙ্কা ছিন্ন করে নি। ( খানিকক্ষণ নিস্তব্ধ থাকিয় ) কই—কই ? বন্ধু, কোথায় গেলে তুমি ? এইযে এইমাত্র তোমায় দেখতে পেলাম—আবার লুকোলে কেন ? একেবারে সব শূন্ত হয়ে গেল যে ! * * * ও আবার কার মূৰ্ত্তি ভেসে উঠল ? এমন বিরাট বিশাল বপুত কখন দেখিনি ও কি রাগরক্ত চোখ। ওকি ভীষণ দ্রুকুটি । ও কি বিস্ফারিত নাসা ! কার এ রুদ্র মূৰ্ত্তি ? ও—ও ! এযে একেবারে মূৰ্ত্ত বিপদ –একেবারে মূর্ত মরণ –প্রলয়ঙ্কর বদন ব্যাদান করে গ্রাস করতে আসছে—আমায় গ্রাস করে ফেলবে-চরাচর গ্রাস করে ফেলবে—ও—ও–গেলাম, গেলাম–হৃদয়-বন্ধু, কোথায় তুমি? এস-এস– রক্ষা কর। একি ! মূৰ্ত্তিটার মুখ যে আমার বন্ধুরই মত ! এযে বন্ধুরই মুখ ! এ্যা, বন্ধু আমার এত ভীষণ ? বেশ-বেশ! তবে ত আর ভয় নেই—আমার বন্ধু, সে ভীষণ হোক—যেমন হোক—সে আমারি বন্ধু ! এই যে ভীষণ রূপ ঝরে পড়ে গেল ! বন্ধু আমার যেমন, তেমন করেই দাড়িয়েছে—কি স্বন্দর! ( খানিকক্ষণ নিস্তব্ধ থাকিয় ) বন্ধু, এ আৰার কি হল? তুমিই যে পথ হয়ে আমার সাম্নে বিস্তীর্ণ (2ו