পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] হয়ে পড়লে! ও-কি ? তুমিই যে গলে গলে স্বনীল আকাশের মত তরঙ্গায়িত কি যেন-কি হয়ে পড়ছে! এ কি পরিবর্তন ! একি মনোহর বিস্ময় ! না—না এটা ভ্রান্তি ! তুমি এনও—তুমি ও-নও— তুমি—তুমি ! যেমন করে আমার মম মাতিয়েছ, তোমায় তেমন করে দেখলেই আমার ভাল লাগে! তেমন করেই আমার সামনে এসে দাড়াও । o এই যে দাড়িয়েছ। বেশ–বেশ! আমার কথা তবে তুমি শুনে থাক ? শুনবে না কেন ? আমারই ত তুমি—তোমারি ত আমি, না শুনলে চলবে কেন ? তুমি গোপনে গোপনে আমার অস্থিচৰ্ম্মে প্রবেশ করেছ, তুমি গোপনে গোপনে আমার শিরায় শিরায় সঞ্চারিত হয়েছ, তুমি গোপনে গোপনে আমার সবটা দখল করে নিয়েছ। এখন আমি ডাকৃছি—তুমি শুনবে না !—এ কি কথন হয় ? আমার মৰ্ম্মের ডাক, সে বুঝি এখন তোমারি ডাক। আর কি তুমি আমায় প্রত্যাখ্যান করতে পার ? এখন একবার ভাল করে তাকাও দেখি,—তোমার স্নিগ্ধ নয়নের মধ্য দিয়ে আমার হৃদয়ের সত্যকারের ছবিটা দেখে জীবন সার্থক করি। Եսo