পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ & J গিরি-গাত্রে [ বন্ধুসহ মধু ] মধু ভিতরে ‘আপনি'র বেড়া ভেঙে গেছে । তাই বাইরেও সেটা ভেঙে দিলাম। আজ আপনি—আমার তুমি। বন্ধু, আজ আর আমার আনন্দের সীমা নেই। তোমার কাছে কাছে থাকতে পাচ্ছি, এর চেয়ে সৌভাগ্য আর আমার কি হতে পারে ? কাছে—এত কাছে যে অনেক সময় মনে হচ্ছে তুমি আমি এক হয়ে গেছি!—শরীরের ব্যবধানও বুঝি নেই! তোমায় কাছে পেয়েছি বলেই আজ নিৰ্ভয়ে সকল দিকে দৃষ্টি দিতে পারছি । এই যে চারদিককার তরুলতায় জীবনের সরসতা—শু্যামলতা ! এই যে চরাচরে—জড়েজীবে মিলনের অদ্ভুত-আনন্দ ! বুঝতে পারছি—বসন্ত এয়েছে। তার গোপন আবির্ভাবে স্থাবর জঙ্গমে আনন্দের বিচিত্র লীলামাধুৰ্য্য। আজ এই আনন্দে—এই মিলনের মাধুর্য্যে অবগাহন করে। ধন্য হলাম। কোথা হতে অদৃশ্ব ফুলরাশির সৌরভ ভেসে আসছে ? প্রাণটা মাতাল হয়ে উঠল, দেখছি! কোথায় বাজনা বাজছে না ? কেমন মধুর বাজনা ! কাণ পেতে কেবল শুনতে ইচ্ছে করছে। বন্ধু, বড় সুন্দর জায়গায় আমাকে এনে ফেলেছ! ঐযে এ কেমন আলো এখানে ফুটে উঠল ? এমন আলো ত চোখে কখনও দেখি নি! এ কিসের আলো ?—সুৰ্য্যের ? না—না, স্বৰ্য্যের আলেী レ・>