পাতা:সাগরের ডাক-কুমুদনাথ লাহিড়ী.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরের ডাক ] "ত এত স্নিগ্ধ নয় ! এ কি চন্দ্রের আলো ? না—ন, চন্দ্রের আলোত এত শুভ্র নয়! বন্ধু, এ কি আলো ? কিসের আলো ? বন্ধু এই আলোর কথাই পূর্বে বলেছিলাম। মধু এই আলোয় আজ নিকট, দূর দূরান্তর সব পরিষ্কার হয়ে দেখা দিচ্ছে। এদিকে এই পৰ্ব্বতের সানুদেশে, যেখান দিয়ে আমি চলে এসেছি, সব স্বন্দরভাবে দেখা যাচ্ছে। সেখানে চলবার সময় কত উচু-নীচু, খালখন্দ, কত ভেদ-ব্যবধান দেখা গিয়েছিল, এখন এখান হতে, এই আলোর সাহায্যে দেখতে পাচ্ছি, সব এক রকম, কোথাও কোন ভেদ নেই, উচু নীচু সব সমান! বন্ধু, দেখ ত এদিকে, বল ত, আমার দেখাটা ভুল হল কি না ? বন্ধু ভুল হবে কেন ? ঠিকই দেখেছিস । এখানে উঠে, এই আলো পেয়ে ঐকুপই দেখা যায়। এখানে না উঠে যার অমন দেখার কথাটা বলে, তাদের সেটা কল্পনা ছাড়া আর কিছুই নয়। তাই সেটা ভাঙতেও বিলম্ব হয় না। এই আলোকে ভিতরবাহির সব একাকার করে দেয় রে—সব একাকার করে দেয় ! এ আলোর দেখা ভাঙে না, কখনও ভাঙে না ! উঠে চল, উঠে চল—আরও কত কি দেখতে পাবি। এখানেই দাড়িয়ে যাস নি। সাগর দেখতে হবে-সাগরে সাতার খেলতে হবে-সাগরে ডুবৃতে হবে—নাইতে হবে। তারপর পরিপূর্ণ স্বাস্থ্যের আনন্দে ফিরে যেতে হবে আবার সেই উল্টাডাঙার রাজপথে । সেটা ঠিক ফেরা নয়, তবে আপাতত ফেরা বলেই বলতে হল। ఎూఫి