পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধনী । ... " 醬 বারাণসী ৷ পাশ্বে বসে ধরি মুঠি, ওই দূর দূরাস্তরে শব্দমাত্রে কেঁপে উঠি, অজ্ঞাত ভুবন পরে চাহি চারিভিতে, কন্তু কোনখানে অনন্তের ধনটিরে আর কি গো দেখা হবে, আপনার বুক চিরে আর কি সে কথা কবে, চাহি লুকাইতে ! - কেহ নাহি জানে! হায়রে নিৰ্ব্বোধ নর, যা হবার তাই হোক, কোথা তোর অাছে ঘর, - ঘুচে যাক সৰ্ব্বশোক, - কোথা তোর স্থান । - সৰ্ব্ব মরীচিকা ! - শুধু তোর ওইটুকু নিবে যাক চিরদিন - - " - অতিশয় ক্ষুদ্রবুক, পরিশ্রান্ত পরিক্ষীণ - - ভয়ে কম্পমান ! মর্ত্য জন্ম-শিখা ! - - উদ্ধে ওই দেখ চেয়ে সব তর্ক হোক শেষ, সমস্ত আকাশ ছেয়ে সব রাগ সব দ্বেষ, আনন্তের দেশ, সকল বালাই ! সে যখন একধারে दन्त लांछि ब्रज्ञ *jांछि লুকায়ে রাখিবে তারে দেহ সাথে সব ক্লাস্তি পাবি কি উদ্দেশ ? পুড়ে হোক্ৰ ছাই ! ওইংহের সীমাহারা বারাণসী ৷ গগনেতে গ্ৰহতারা অসংখ্য জগৎ, ভারতবর্ষে । ৫ ওরি মাঝে পরিভ্রান্ত – মধ্যাহ্র । গঙ্গাকে পরিত্যাগ করিয়া ঈষৎ দ্রুত পদক্ষেপে সমস্ত হয় ত সে এক পাছ । নগর পর্য্যটন করিলাম। গলি ঘুচি, দোকান, পদ-পথে স্থাপিত খুজিতেছে পথ ! - খোদা-কাজকরা তাবার সামগ্ৰী, মন্দির, রাজপথে অধিষ্ঠিত

  • আন্দ্রে শেভ্রিয়োপ্রণীত।