পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও প্রজা । সিভিলিয়ান রাডাচি সাহেব আইন লঙ্ঘন পূৰ্ব্বক উড়িা কোন এক জমিদারকে অপমান ও পীড়ন করাতে তৎকালীন লেফটেনেন্ট গবণর ম্যাক্ডোনেল সাহেব অন্তায়কারীকে এক বৎ সরের জন্ত নিগৃহীত করিয়াছিলেন। o ভাবিয়া দেখিলে ব্রিটিশ শাসনাধীনে এরূপ ঘটনা আশাতীত্ব বিস্ময়জনক বলিয়া মনে হওয়া উচিত ছিল না –কিন্তু প্রকৃতপক্ষে, সাধারণের নিকট এই ন্যায় বিচারটি আশাতীত বিস্ময়জনক বলিয়াই প্রতিভাত হইয়াছিল। এই কারণে মূঢ়মতি সাধারণ কিছু সবিশে আনন্দ প্রকাশ করিয়াছিল। - অনতিকাল পরেই ম্যাক্ড়োনেল সাহেব যখন যথা সময়ে এীি য়ই সাহেবকে তাহার গদি ছাড়িয়া দিলেন তখন এলিয়টু আদি ম্যাক্ডোনেলের বিচার লঙ্ঘন পূৰ্ব্বক রাউীচিকে নিগ্ৰহ হইতে মুক্ত করিয়া উচ্চতর পদে প্রতিষ্ঠিত করিলেন। এখন আবার স্থা মতি সাধারণ সবিশেষ শোক প্রকাশ করিতে আরম্ভ করিয়াছে। কৰ্ত্তার ইচ্ছা কৰ্ম্ম। কৰ্ত্তাই জানেন এমন প্রথাবিরুদ্ধ কৰি কেন করিলেন, আমরা কেবল অন্ধকারে অনুমান করিয়া মরিতেছি মাত্র। এমন হইতে পারে যে, সিভিলিয়ানের প্রেষ্টীজ সিভিলিয়ান রক্ষা করিলেন। কিন্তু সেটা ঠিক হইল না। কারণ, এই ঘটনা সাধারণের নিকট ম্যাকডোনেলের, এমন কি, গবৰ্ম্মেন্টের পেলনীঃ নষ্ট হইল। - অনুমান করিতে গিয়া নানা লোক নানা কথা বলিতেছে, - তাহার সব কথাই মিথ্যা হইতে পারে ! মোটের উপর এইীি বলা যায় যে, গবর্মেন্টের পলিসি গবর্মেন্টই জানেন, আমরা দে পলিসির দ্বারা পরিচালিত অন্ধ পুত্তলিকা মাত্র। । ___ রাজা ও প্রজা । 를 সেই কারণে, আমার বক্তব্য এই যে, আমাদের কর্তৃস্থানীয় কোন ব্যক্তির হ্যায়ান্থায় বিচারে আমরা যে অকস্মাৎ অতিমাত্র হৰ্ষশোক প্রকাশ করিয়া থাকি সে আমাদের মোহবশতঃ। যেখানে কর্তার ইচ্ছা কৰ্ম্ম, যেখানে ব্যক্তিবিশেষের স্বভাব এবং মর্জির উপরে আমাদের শুভাশুভ অনেকটা নির্ভর করিতেছে সেখানে ভাল এবং মন্দ, স্থায় এবং অন্যায় উভয়ই আকস্মিক ক্ষণিক ঘটনা মাত্র। ম্যাকডোমেল সাহেব যাহা করিলেন সেও তাহার নিজগুণে, এলিয়েই সাহেব যাহা করিলেন সেও তাহার নিজগুণে, আমরা নিতান্তই উপলক্ষ্য । - তথাপি, আঘাতে ব্যথিত এবং আদরে সুখী না হইয়া আমরা থাকিতে পারি না । কিন্তু কিরূপ হইলে আমাদের যথার্থ সুখের এবং জাতীয় গৌরবের কারণ হয় তাহা আমাদের সর্বদা স্মরণ রাখা কৰ্ত্তব্য। সে আর কিছুই নহে,- যখন আমাদের সাধারণের মধ্যে হায়াইয়ি বোধ এমন সুতীব্র এবং সচেতন হইয়া উঠিবে যে, অপমানে সন্তায়ে আমরা সকলে মিলিয়া যথার্থ বেদন বোধ করিতে থাকিব এবং সেই স্থায়ান্তায়বোধের খাতির রক্ষণ করা গবর্মেন্টের একটা পলিসির মধ্যে দাড়াইয়া যাইবে তখন আমরা যথার্থ আনন্দ করিতে পারিব । - সাধারণতঃ, ধৰ্ম্মবুদ্ধি কৰ্ম্মবুদ্ধি লোকনিন্দ সব কটায় মিলিয়া সামাদিগকে কৰ্ত্তব্যপথে চালনা করে। আমাদের গবমেন্টের কৰ্ত্তব্যনীতি অনেকটা পরিমাণে কেবলমাত্র ধৰ্ম্মবুদ্ধি ও কৰ্ম্মবুদ্ধির উপরেই নির্ভর করিতেছে, প্রজাদিগের ছায়ান্তায়বোধের সহিত তাহার যোগ অতিশয় অল্প । - সকলেই জানেন ধৰ্ম্মবুদ্ধির সহিত কৰ্ম্মবুদ্ধির বিরোধ বাধিলে ப_ ----------------- - o :

-

--- i 臀 1---- io o o