পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধনা f 3 ל দেবপুত্তলিকা, বিচিত্র বর্ণের জনতা—সমস্ত দ্রুতভাবে চখের উপর দিয়া চলিয়া গেল। পরে, ধূলিময় মাঠ ময়দান। হোটেলে আসিয়া যখন আবার যুরোপীয়োচিত শাস্তি ও মতিগতি, প্রশান্ত স্বগৃঙ্খলা, দস্তুরমত পোষাক পরিচ্ছদ, আদব-কায়দাযুক্ত সচরাচর কথাবার্তা ফিরিয়া পাইলাম, তখন কেমন একটা অদ্ভুত ভাব মনে উপলব্ধি হইতে লাগিল ; হঠাৎ, যেন পূর্বাবস্থা ফিরিয়া আসিল ; নগরের দৃশু দেখিয়া যে গভীর সংস্কার মনে বদ্ধমূল হইয়াছিল, সমস্তই যেন স্বপ্নের ছায় তিরোহিত হইল। কিন্তু তথাপি একটা অশান্তির ভাব রহিয়া গেল। যখন দেখি, কোন ব্যক্তি অসংযত মুদ্র প্রদর্শন করিতেছে, অসম্বদ্ধ কথা উচ্চারণ করিতেছে, সচরাচর লোকে যাহ করে তাহার বিপরীত আচরণ করিতেছে, তখন তাহাকে আমরা বাতুল বলি। কিন্তু যে সকল লোক এইরূপ আচরণ করে, তাহাদের মধ্যে যদি একাকী বিচরণ করা যায়, আর আমার যদি সেরূপ প্রবল নিজত্ব ও নিশ্চয়াত্মিক বুদ্ধি না থাকে, তাহা হইলে আমি সাহস করিয়া তাহাদের বাতুল বলিতে পারি কি না সন্দেহ। যদি কেহ এখন লৌকিক নিয়মের বাহিরে থাকে—সে কেবল আমি, আর আমার একটি সহভোজী সঙ্গী। বাস্তব পক্ষে যাহাই হউক, অন্ততঃ মনে হয় যেন এখানে কোন নিয়মপদ্ধতি নাই—সমস্ত দেখিয়া শুনিয়া একেবারে বিহবল হইয়া পড়িতে হয়। যে তেলযন্ত্রের সাহায্যে এত দিন ধরিয়া সমস্ত পদার্থের পরিমাণ ও মূল্য নিৰ্দ্ধারণ করিয়া আসিয়াছি, আজ যেন সেই যন্ত্রটি হারাইয়। ফেলি। য়াছি। আমাদের সংস্কার, আমাদের যুরোপীয় আচার ব্যবহার দেশবিশেষের স্থানীয় সংস্কার ও স্থানীয় আচার ব্যবহার বলিয়া এক্ষণে প্রবলরুপে উপলব্ধি হইতেছে। মনে হইতেছে, আমরা একদিক দিয়া দেখি-হিন্দুরা আর এক দিক দিয়া দেখে, এইমাত্র।

  • -

o - - o . ੋ -- o - == 醫 বারাণসী । । so নতুবা প্রকৃত পক্ষে উভয়ই তুল্যমূল্য , জীবনধারণের সকল প্রকার পদ্ধতিই সমান বৈধ -যে কোন পদ্ধতি হউক, যখন উহ। 鬣 আছে, তখন অবশুই বৈধ ৷ এই মাত্র যে আমি বলিয়াছিলাম যে, বাতুলতাই হিন্দুদিগের প্রকৃতিগত অবস্থা, এ কথা বলিবার আমার # কি অধিকার আছে ? 懿 *. টিফিনের পর কি করিব ভাবিয়া পাইতেছি না। এই সময়ে ::::: : - == * -- বিজন প্রান্তরে দিনকর প্রখর রশ্মিজাল বিস্তার করিতেছে। আমি যাহা এইমাত্ৰ দেখিয়া আসিলাম, তাহার তাৎপৰ্য্য ও অর্থ জানিবার জন্য এই বিষয়ের কতকগুলি গ্রন্থ ঘাটিয়া দেখিতেছি। এই সকল - o == 1. -- - o – - 裘 রীতি অনুষ্ঠানের অর্থ কি ? এই সকল বাতুলৰ মুদ্রাবিন্যাসের তাৎপৰ্য্য কি ? তৃণাচ্ছাদিত প্রকাও ছত্রতলের নিয়ে অবস্থিত হইয়া নগ্নপ্রায় ব্রাহ্মণের কি প্রার্থন-মন্ত্র উচ্চারণ করে ? এক ঘণ্টা কাল এই সকল পুস্তক পাঠ করিয়া আবার আমার সেই পূৰ্ব্ব |- - * উপলব্ধি ফিরিয়া আসিল -আবার আমার মনে হইতে লাগিল, এই 蠶 ব্রাহ্মণের নিতান্তই উন্মাদগ্ৰস্ত ।

o o 盎 暈 臀

খরগোশ, শূন্ত কলস, ধুমায়মান বঙ্কি, এক রাশ চালা-কাঠ, বিধবা o ভয়ে থাকিতে হয়—যদি তাহার কোথাও যাত্র করিবার থাকে, সেদিনটা যাওয়া রহিত করেন। কিন্তু উঠিয়া প্রথমেই যদি গো, F. so - o -- - o - - - -- -- o, - - ** - - -- - ---, - - – ---------- S TMA SATSTTTTe AeeTTS TTTS TTTS o