পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83 সাধনী । শক্তি এখন বাড়িতেছে। বঙ্কিম বাবু।–“ই দেখিয়াছি লে কথা সে দিন তুমি কুন্দ চরিত্রের শেষে লিখিয়াছ। চন্দ্রবাবুও তাই বলেন, আমার নিজেরও তাই বোধ হয়। মৃণালিনীর নুতন সংস্করণ আগাগোড়া প্রায় নাটক, থিয়েটারে আমার বই য়ের যে দুর্দশ করা হইয়াছে, তাহ দেখিয়া ওরূপ করিতে আমার ইচ্ছা হয়েছিল।” আমি বলিলাম, এইবার কেন একবার নাটক লিখিতে চেষ্ট করুন না ? উত্তর –“লিখিব কার জন্ত ? তেমন । শ্রোতা নাই, অভিনেতা নাই, তার পর নাটকের ভাষা এখন হয় নাই।” বলিলাম, “আপনার কাজ আপনি করিয়া যান, পরে লোকে বুঝিবে।” সন্মত হইলেন, নাটক লিখিতে চেষ্টা করি বেন। আমি জিজ্ঞাসা করিলাম—“আপনার ইতিহাস লেখার কি হইল ?” উত্তর-“এখন ও সব হয় না। যদি কখন চাকরী ছাড়িয়া কোন লাইব্রেরিতে বসিয়া পড়িতে পাই, তবে লিখিব। এখন কিছু হয় না। তোমরা ত পাঠক বাড়াইতেছ, তখন একবলি দেখা যাবে।" কথা উঠিল, আজ কাল লোকের হিন্দু ধৰ্ম্মের উপর আস্থা বাড়িতেছে, সে সম্বন্ধে একটা প্রতিক্রিয়া আরম্ভ হইয়াছে। আমি বলিলাম, “সেবারে আপনি মিল, ডাবিন ও হিন্দু ধৰ্ম্ম সম্বন্ধে যাহা লিখিয়াছিলেন, তাহাতে কিছু কাজ হইয়া থাকিবে “ বধি বাবু উত্তর দিলেন, তার আনন্দমঠ এবং হেষ্টির সঙ্গে তর্কবিতর্কের পত্রগুলি কতক কাজ করিয়া থাকিবে। তার পর তার ইংরেজী লেখার কথা হইল। বলিলেন, বরাবর বাঙ্গলা অপেক্ষ ইংরেজী লেখা ও বলা তার পক্ষে অধিক সহজসাধ্য। আমার বঙ্গদর্শন গ্রহণ স্থির হইয়া গেলে বঙ্কিম বাৰু, একটি বলিলেন “শ্রীশ বাবু, তোমার সঙ্গে আমার-একটা কথা আছে তুমি যে আমার লেখার জন্ত ঘন ঘন পীড়াপীড়ি করিবে, সে হবে ๓" আমি বলিলাম, বঙ্গদর্শন আপনার নামের সঙ্গে অভিন্ন, - এমন ন লিখিলে কি বঙ্গদর্শন চলে ? নবগ বরাবর ত চলিবেই, } বঙ্কিম বাবুর প্রসঙ্গ। 3 8 а গন্ধেও মাঝে মাঝে দিতে হবে । উত্তর –“নবেল লেখা থাকে, চলিবে। কিন্তু প্রবন্ধ দিব নমাসে ছমাসে। ইদানীং প্রবন্ধ বড় - | একটা লিখি নাই, কেবল মাঝে মাঝে ভাড়ামি করেছি। তোমরা - যুব পুরুষ অনেক লিখিতে পরিবে, আর আমার কাছে বঙ্গদর্শনের জন্ত মাঝে মাঝে গালি খাবে। মেজ দাদাও খান ” | সেবারে দুই মাস বঙ্গদর্শনের টোন বড় নীচু করা হয়েছিল। বিরক্ত - - হয়ে ৬ ৭ মাস লিখি নাই । * = . , , , আমি বলিলাম | "আপনি কেন সম্পাদক হোন না ? উত্তর –“আর আমার সে | উৎসাহ নেই।” . ... আর এক দিন চন্দ্রনাথ বাবু “বঙ্গদর্শনের” কথা তুলিলেন। বঙ্কিম বাবুকে বলিলেন “শ্ৰীশের ইচ্ছা, H আমারও ইচ্ছা, তুমি সম্পাদক হও ।” বঙ্কিম বাবু অস্বীকার হইয়া - বলিলেন “তা হলে বঙ্গদর্শন ছাড়িব কেন ? তা হলে আর কাহার ৪ | गद्दाइड अिहडाम न। ड्रीभदाट्रक गोत्र " "" হইতে ইত " . . একটু পরে খিদিরপুর হইতে বাবু যোগেন্দ্রচন্দ্র ঘোষ ও উকীল উমাকালী বাবু আসিলেন। খাজানার আইন বিলের আন্দোলন জন্য ইংলণ্ডে লর্ড লিটনকে মুকলি খাড় করা ইয়াছে বলিয়া বঙ্কিম বাৰু যোগেন্দ্র বাবুকে ঠাট্টা করিতে লাগিলেন। চন্দ্র বাবুকে পান লইয়া খাইতে দেখিয়া বঙ্কিম বাবু ঈষৎ হাসিয়া বলিলেন –“এখন পানে দিলে মন " সূত্র হাসি চলিতে । ছিল। রাজকৃষ্ণ বাৰু আমারই মত শ্রোতা-বড় কিছু বলিতে ছিলেন না । . •f