পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oi - oo -o isoi - - ---o 을 সাধনা ৷ বড় দুল্লভ। আমার কথা স্বীকার করিয়া বঙ্কিম বাবু বলিলো “অগাধ জলে সাঁতারের" মত দৃশু আমি আর কই লিখি নাই । নিজের জীবনী সম্বন্ধে বলিলেন, অন্যায় কাজের মধ্যে মদ খাই, কিন্তু ইহা বলিতে পারি সে জন্ত কখন কোন দুর্নীতির কাজ করি নাই। থাইতে বসিলে একটু অপব্যবহার না হয় এমন নছে। প্রশ্ন—“মদে আপনার শারীরিক কোন অসুখ হয় না ?” উত্তর“না, বরং মদ ধরিয়া শরীর ভাল আছে। সে যেমনই হৌক, আমাদের মতন লোকের নিকট হইতে এটা বড় কুদৃষ্টাস্তের কাজ করে। সেবার ডাক্তার গুরুদাস যখন বহরমপুরে ছিলেন, কতক গুলি কলেজের ছাত্রকে মদ খাওয়ার জন্য তিরস্কার করিয়া উত্তর পাইয়াছিলেন “দোষ কি মশায় ? অন্যায় কাজ হলে বঙ্কিম বাবু করিবেন কেন ?” গুরুদাস বাবু আমার কাছে আদি৷ অনুরোধ করিয়াছিলেন, আমি যেন ওটা ত্যাগ করি। इएँ একবার ত্যাগও করিয়াছিলাম।" রবীন্দ্র বাবুর কথা উঠিল। আমি জিজ্ঞাসা করিলাম, তার উপন্যাস কি আপনি পড়িয়াছেন ? উত্তর –পড়েছি। স্থানে স্থানে অতি সুন্দর সুন্দর উচ্চদরের লেখা আছে, কিন্তু উপন্যাসের হিসাবে সেটা নিষ্ফল হয়েটে । রবিকে সে কথা আমি বলেছি। উদীয়মান লেখকদের মধ্যে হরপ্রসাদ, তুমি ও রবির মধ্যে আমার বোধ হয় রবি বেশী “গিফুটে" কিন্তু “পুকোসাছ’, এখনি তার বয়স ২২। ২৩, সে কথা cস দিন রবিকে বলেছি। রবি বলেন, আপনিও ত অল্প বদলে "র্গেশনন্দিনী” লেখেন। আমি যখন “হুর্গেশনন্দিনী" লিখি, তখন আমার বয়স ২৪ বৎসর। - * আমি বলিলাম এই বয়সে ছই বার ইয়ুরোপ ভ্রমণে যাওয়াও আমার বোধ হয় রবীন্দ্রনাথের একটা বিশেষ সুবিধা । উত্তর-“তাতে উপকার হয়েচে কি না

  • ..

".

  • .

--- --- -


.


_

বঙ্কিম বালুর প্রসঙ্গ । 、登? জানি না। আমার ইচ্ছা আছে, পেনসেন লইয়া সব বন্দোবস্ত করিয়া একবার ইউরোপ যাব।” * * নিজের স্বল্প স্ত্রীচরিত্র সম্বন্ধে আবার বলিলেন “এদেশে স্ত্রীরাই মানুষ, সে কথা আমি একবার বুঝাইবার চেষ্টা পেয়েছি । ইউরোপের মত মনস্বিনী স্ত্রীর কথাই বল ঝাব্দীর রাণীর চেয়ে কেহ উচ্চ নহে। রাজনীতি ক্ষেত্রে অমন নায়িকা আর নাই। ইংরাজ সেনাপতি রাণীকে যুদ্ধক্ষেত্রে দেখিয়া বলিয়াছিল “প্রাচ্যদিগের মধ্যে এই একমাত্র স্ত্রীলোকপুরুষ" । আমার ইচ্ছা হয়, একবার সে চরিত্র চিত্র করি, কিন্তু এক "আনন্দ মঠে"ই সাহেবের চটিয়াছে, তাহলে আর রক্ষা থাকবে না।” ইডেন সাহেবের কথা উঠিল। বলিলেন “লোকটা যেমনই হোক, খুব বুদ্ধিমান । আমায় একদিন বলিয়াছিল, আপনার বই খুব পপুলার, অনেক বোধ হয় বিক্রয় হয়। আমি উত্তর করি, আমাদের দেশ বড় গরিব, বেশী বিক্ৰী হয় না। ইডেন সাহেব – "২৩ টাকায় এক কাপি বিক্রয় করিতে পারেন না ?” তখন আমার কাছে শুনিলেন যে একটাকা দামেও লোকে কিনিয়া উঠিতে পারে মা ! ইডেন সাহেব আর কিছু দিন এখানে থাকিলে আমার কাজ কৰ্ম্ম সম্বন্ধে ভাল হতো” । অন্তান্ত সাহেবদের কথা হইল। অনেকে বঙ্কিম বাবুকে বলে, এ দেশে এই লোকটাই অদ্ভুতশক্তিশালী। কথা প্রসঙ্গে শুনিলাম রিয়াক সাহেব হোমিওপ্যাথ লোকনাথ বাবুকে জিজ্ঞাসা করিয়াছিলেন, সত্যই কি হেষ্টির বিরুদ্ধে পত্রগুলা বঙ্কিম বাবুর নিজের লেখা ? - জন ইয়ার্ট মিলের কথা উঠিল। বঙ্কিম বাবু বলিলেন, "এক পিয়াছে।” নিজের লিখিত প্রবন্ধের কথা উঠিলে বলিলেন, মিটা” সব ভুল, খুব বিক্রয় হয় বটে কিন্তু আর ছাপাব না। 鸥 uSA SAASAASSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS