পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

箕尊喜 সাধনা ৷ - - প্রবন্ধ পুস্তকেও অনেক ভুল, সেটাও ছাপাব না। তবে ভিন্ন পুস্তকাকারে উহার কয়টা প্রবন্ধ দিব। " পূজার সময় নবমীর দিন কাঠালপাড়ায় বঙ্কিম বাবুর বাড়ীতে পূজা দেখিতে গিয়াছিলাম। পণ্ডিত তারাকুমার কবিরত্ন, চন্দ্রনাথ বাবু প্রভৃতি সেখানে উপস্থিত ছিলেন। আমরা আহার করিতে বসিাল বঙ্কিম বাৰু লেবু পরিবেশন করিলেন। নীচে কাঙ্গালী ভোজন হইতেছিল, হাপিয়া বলিলেন “দেখ চন্দ্র, নানা রকম রূপ, দেখিলে আর খেতে পারবে না।” বঙ্কিম বাবুর প্রথম যৌবন কালের একখানি ছোট ফটোগ্রাফ তার ভ্রাতপুত্র জ্যোতীশচন্দ্র আমার দেখাইলেন। বঙ্কিম বাবু বলিলেন এখানি “দুর্গেশনন্দিনী" লিখিবার আগের ছবি। বঙ্কিমবাবুদের বংশ বৈষ্ণব, পূজায় আমিষের সম্বন্ধ নাই। এক মেছনী মাছ লইয়া দরওয়াজায় চুকিল, বঙ্কিম বাবু সেদিকে আসিতেছিলেন, একটু ব্যস্ত হইয়া বলিলেন "মাছ নাৰাসনে, আজ মাছ আনতে নেই।” জ্যোতীশ বলিল “যা কখন হয়নি, তাই করলি ?” বাহিরের বৈঠকখানার টেবিলের উপর বঙ্কিম বাবুর আর এক থানি বড় ফোটো দেখিলাম। খুব অল্প বয়সের ছবি, রবি বাবুর প্রথম বয়সের দীর্ঘ কুঞ্চিত কেশের মত চুল, মুখের চেহারাও অনেকটা সেইরূপ,–এখন কিছু মেলে না। চন্দ্র বাবু আমার তখনকারটাকেই পছন্দ করিলাম। চন্দ্রনাথ বাবু হাসিয়া আমার মতে মত দিলেন। বঙ্কিম বাবুও হাসিলেন, বলিলেন “ওকথ মেজ বাবু স্বীকার করেন না, বলিলে মারিতে আসেন।” বিদেশীয় অতিথি এবং দেশীয় আতিথ্য। অল্পদিন হইল সুইডেন দেশীয় একটি যুবক বঙ্গদেশে আসিয়া আতিথ্য গ্রহণ করিয়াছিলেন। তিনি যুরোপীয় সঙ্গ দূরে পরিহার করিয়া বাঙ্গালীর বাড়িতে বাস করিতেন— বাঙ্গালী ছাত্রদিগকে যুরোপীয় ভাষায় শিক্ষা দিতেন— যাহা কিছু পাইতেন তাঙ্গতে বহি কিনিতেন ও সেই বহি ছাত্রদিগকে পড়িতে দিতেন, এবং পথের দরিদ্র বালকদিগকে পয়সা বিতরণ করিতেন । : কোন যুরোপীয়কে অতিথি আত্মীয়ভাবে সন্নিকটে পাওয় আমাদের পক্ষে অত্যন্ত হুলভ। ইংরাজ কিছুতে আপন রাজগৰ্ব্ব ভুলিতে পারে না, আমাদের কাছে আসিতে তাহার ইচ্ছাও নাই তাহার সাধাও নাই। সেই জন্য এই সুইডেনবাসীর সঙ্গ আমাদের নিকট সবিশেষ মূল্যবান ছিল। যে লোকটির কথা বলিতেছি তিনি আকারে প্রকারে ব্যবহারে নিতান্ত নিরাহের মত ছিলেন। কোটু প্যান্ট লুনের মধ্যে এত নম্রতা ও নিরীহত দেখা আমাদের অভ্যাস নাই । কিন্তু এই সাহেবটি আমাদেরই মত বিনম্র মৃছ প্রকৃতির লোক ছিলেন বটে তথাপি তাহার অস্থিমজ্জার মধ্যে যুরোপের প্রাণশক্তি নিহিত ছিল। দেখিতে শুনিতে নিতান্ত সহজ লোকের মত, অথচ লোকটি ঘে-সে লোক নহে এমন দৃষ্টান্ত আমরা সচরাচর পাই না । আমাদের দিশ ভাল মানুষ মাটির মানুষ, দেব প্রতিম, কিন্তু ভিতরে **ান চরিত্র নাই, বহুল পরিমাণে খড় আছে। যথার্থ চরিত্রঅগ্নি থাকিলে সেই তৃণনিৰ্ম্মিত মিঞ্জীৰ ভালমানুষী দগ্ধ হইয়া যায়। এই কৃশ খৰ্ব্বকায় শাস্তস্বভাব যুরোপীয় যুবকটির অস্তরের মধ্যে যে একটি দীপ্তিমান চরিত্র অগ্নি উৰ্দ্ধশিখা হইয়া জলিতেছিল তাহী