পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- o s:*-o --s - o o

সাধনা। সাধনে প্রতিশ্রুত ছিলেন র্তাহাদের উৎসাহ অনবরত প্রজ্জ্বলিত রাখিয়াছেন। অবশেষে আয়োজন সম্পূর্ণ হইতে না হইতেই তিনি সাংঘাতিক পীড়ায় আক্রান্ত হইলেন । : ". শুনা যায় এই লাইব্রেরি স্থাপন চেষ্টার জন্ত গুরুতর অনিয়ম ও পরিশ্রমই তাহার পীড়ার অন্যতম কারণ। মৃত্যুর পূৰ্ব্বদিনে তিনি আমাদের দেশীয় কোন সন্ত্রান্ত মহিলাকে বলিয়াছিলেন, দেশে আমার যে কোন আত্মীয় স্বজন নাই তাহা নহে, বৃষ্টিয়ান ধৰ্ম্মবিশ্বাস ত্যাগ করিয়া একেশ্বরবাদ গ্রহণ করাতেই আমি তাহাঁদের পর হইয়াছি। মৃত্যুকাল পর্য্যন্ত তাহার লাইব্রেরির কথা ভুলিতে পারেন নাই। তাহার কোন একটি ছাত্রের নিকট হইতে তিনি অগ্রিম বেতন লইয়াছিলেন, সেই টাকা তাহাকে ফেরৎ দিবার জন্ত মৃত্যুশয্যায় তাহার বিদেশীয় নাম স্মরণ করিবার অনেক চেষ্ট্র করিয়া অকৃতকাৰ্য্য হইয়াছিলেন সেই তাহার শেষ চেষ্টা—এবং সেই ছাত্রকে সন্ধান করিয়া তাহার প্রাপ্য টাকা তাহাকে ফিরাইয়া দিতে অনুরোধ করিয়াছিলেন—সেই তাহার শেষ অনুরোধ। তিনি যদি এখানে আসিয়া তাহার স্বজাতীয়দের আতিথ্য লাত্ত করিতেন তবে আর কিছু না হউক্‌ হয়ত র্তাহার জীবন রক্ষা হইত, কারণ ভারতবর্ষে স্বাস্থ্যরক্ষার জন্য যুরোপীয়ের পক্ষে কি কি নিয়ম পালন করা কৰ্ত্তব্য সে অভিজ্ঞতা তিনি স্বজাতীয়ের নিকট হইতে লাভ করিতে পারিতেন ! যদি বা জীবনরক্ষা না হইত তথাপি অন্ততঃ যেরূপ চিকিৎসা, যেরূপ আরাম, যেরূপ সেবা শুশ্রী তাহাদের চিরাভ্যস্ত, বিদেশে মৃত্যুকালে সেটুকু হইতে তাহাকে বঞ্চিত হইতে হইত না । এবং যুরোপীয় ডাক্তারের দ্বারা চিকিংগিত হইবার জন্য অস্তিমকাল পর্যন্ত তাহার যে আকাঙ্গ অপরিস্থ ছিল তাহাও পূর্ণ হইতে পারিত। - - অতিথি এবং আতিথ্য। ' সুইডেনবাসী হামারগ্রেন সাহেবের বাঙ্গালায় আতিথ্যস্থাপনের সংক্ষেপ বিবরণ আমরা প্রকাশ করিলাম। তিনি এদেশে অল্পকাল ছিলেন, এবং যদিও আমাদের প্রতি র্তাহার আন্তরিক প্রেম ও অামাদের হিতসাধনে তাহার একান্ত চেষ্টা ছিল এবং যদিও তাহার অকৃত্ৰিম অমায়িক স্বভাবে তিনি ছাত্রবৃন্দ ও বন্ধুবর্গের হৃদয় আকর্যণ করিতে পারিয়াছিলেন, তথাপি এমন কিছু করিয়া যাইতে পারেন নাই যাহাতে সাধারণের নিকট সুপরিচিত হইতে পারেন সুতরাং এই বিদেশীর বৃত্তান্ত সাধারণের আলোচ্য বিষয় না হইবার BBS BBBB B BBBB BBB BBBB BB BBBBB BB কোন বাঙ্গলা সংবাদপত্র তাহার অস্ত্যেষ্টিসৎকার সম্বন্ধে যেরূপ নিষ্ঠুর আলোচনা উত্থাপন করিয়াছেন তাহাতে ক্ষোভ প্রকাশ না করিয়া থাকা যায় না । --- হামারগ্রেন মৃত্যুর পূৰ্ব্বে ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন যে, তাহার মৃতদেহ কবরস্থ না করিয়া যেন দাহ করা হয়। তাহার সেই অন্তিম ইচ্ছা অনুসারে নিমতলার ঘাটে তাহার মৃতদেহ দাহ হইয়াছিল। শাস্ত্ৰমতে অগ্নি যদিও পাবক এবং কাহাকেও ঘৃণা করেন না তথাপি হিন্দ্রর পবিত্র নিমতলায় ম্লেচ্ছদেহ দগ্ধ হয় ইহাতে কোন কোন হিস্থপত্রিকা গাত্রদাহ প্রকাশ করিতেছেন। বলিতেছেন এ পর্য্যস্ত মৃত্যুর পরে তাহার “হাড়িডোম” প্রভৃতি অনার্য্য অস্ত্যজ জাতির গতি একস্থানে ভগ্নীভূত হইতে আপত্তি করেন নাই, কিন্তু যে শ্মশানে কোন সুইডেনবাসীর চিত৷ জলিয়াছে সেখানে যে তাহদের পবিত্র মৃতদেহ পুড়িবে ইহাতে তাহারা ধৈর্য রক্ষা করিতে পারিতেছেন না । * * কিছুকাল পূৰ্ব্বে এক সময় ছিল যখন আমাদের স্বদেশপ্রেমিক* প্রমাণ করিতে চেষ্টা করিতেন যে, হিন্দুধৰ্ম্মে উদারতা বিশ্বপ্রেম - -- - - o, i-o-o: -. -------- -- -------- --- - - - - - - - - ------------ -- - – - -- _ --- - SATTATTTTTAAA AAASAAA S