o
- E-L--- --
- 1. *. 團哥!
-
H. : * = - H*- : * * * 鷺 oil-o - .. - - ------ ------ o ". o, "o. - ■ o o ...to; Fo o
- ! -- **---
o *嘯。。i: _. *** ******* --- 11: - Hoo-oo-o-o-o-o-o'量。繭 -** *** * so . 鷗。 : ::::: ... soil. - or - * Hoo- ; : 胃-二
- -o-o
- ------------ H -- ...!, _ iii** o ■
- . . --- - 芷、 - oo: to - - - - - of o: * Hoo * of . olo ::, oilo. -
- ------- or -o --------- . :- - - - - - - - - - 曇
- i. - 臀、 圍 || "... ." *1*...* *. i.
stoo o: 鸮、 - -1: ... o - o *Hool Li -- " - 喜 li===Lo - solo olo so. * :"、 o 豎 o: - 閭 o * * * * - | - - -- o- - - - - T --- I - --- _ --- * ----- - - - - - - - - - - - - - ol. **-*. --
olo is: - 「專** - -- - - - - - - o ---------- Loo****** o, I. o. - ------- -: o-o-o: - o o, - s - -- a - i;| - - i. - a - - ** * * -i o - |oo ol. o _ - * - o o o E. o: o - - -- - ------ 三、 - * - - - ------. - -- - -i-o-o: o ... o.o.o. --- | or : * - --- 1-1. - *Hoo - **
- IIH : : : to: o -
to so. - "...o.o.
- o -
ཅེ༠, সাধনা ৷ আমাদের স্বছলভ আত্মীয়তা ? তিনি ব্রাহ্মণের ঘরের আসন, কুলীনের ঘরের কন্যা, যজমানের ঘরের দক্ষিণা চাহেন নাই, তিনি “হাড়ি ডোম” প্রভৃতি অন্ত্যজ জাতির অন্ত্যেষ্টিক্রিয়া নিষিদ্ধ না সেই শ্মশানপ্রান্তে ভস্মসাৎ হইবার অধিকার চাহিয়াছিলেন মাত্র। • হায় বিদেশী, বঙ্গভূমির প্রতি তোমার কি অন্ধ বিশ্বাস! কি দুঃসহ স্পৰ্দ্ধা ! মনে যত অনুরাগ যত শ্রদ্ধাই থাক পুড়িয়া মরিবার এবং মরিয়া পুড়িবার এই মহাশ্মশানক্ষেত্রে জীবনে মরণে তোমাদের কোন অধিকার নাই। এক বালকের সহিত একটি অসমসাহসিক অনুষ্ঠান সম্বন্ধে বাজি রাখিয়াছিল। ঠাকুর বাড়ির মাধবী-বিতান হইতে ফুল তুলি৷ জানিতে পারিবে কি না ইহাই লইয়া তর্ক। একটি বালক বলিল পারিব, আর একটি বালক বলিল কখনই পরিবে না ! কাজটি শুনিতে সহজ অথচ করিতে কেন সহজ নহে তাহার বৃত্তান্ত আর একটু বিস্তারিত করিয়া বলা আবশুক। । - পরলোকগত মাধবচন্দ্র তর্কবাচস্পতির বিধবা স্ত্রী জয়কালী দেবী এই রাধানাথ জীউর মন্দিরের অধিকারিণী । অধ্যাপক মহাশয় টোলে যে তর্কবাচস্পতি উপাধি প্রাপ্ত হইয়াছিলেন পত্নীর নিকটে একদিনের জন্যও সে উপাধি সংপ্রমাণ করিতে পারেন নাই। কোন কোন পণ্ডিতের মতে উপাধির সার্থকতা ঘটিয়াছিল, কারণ, তর্ক এবং বাক্য সমস্তই তাহার পত্নীর অংশে পড়িয়াছিল, তিনি পতিরূপে তাহার সম্পূর্ণ ফলভোগ করিয়াছিলেন। ਾਂ সত্যের অনুরোধে বলিতে হইবে জয়কালী অধিক কৃপা কহি
- পাঠকগণ মনে করিবেন না আমরা ঘৃণা প্রকাশ পূৰ্ব্বক হাড়িডোম গ্রন্থ তির নামোল্লেখ করিতেছি, আমরা সংবাদপত্রের ভাষা উদ্ধৃত করিতেছি।
সুইডেনের উত্তর প্রদেশ হইতে আসিয়া -কলিকাতার যে শ্মশান । অনধিকার প্রবেশ। : একদা প্রাতঃকালে পথের ধারে দাড়াইয়া এক বালক আর : তেন না-কিন্তু অনেক সময় ছটি কথায়, এমন কি, নীরবে অতি বড় প্রবল মুখবেগও বন্ধ করিয়া দিতে পারিতেন। --জয়কালী দীর্ঘাকার, দৃঢ়শরীর, তীক্ষনাসা, প্রখরবুদ্ধি স্ত্রীলোক। তাহার স্বামী বৰ্ত্তমানে তাহাদের দেবত্র সম্পত্তি ન হইবার যো হইয়াছিল। বিধবা তাহার সমস্ত বাকি বকেয়া আদায়, সীমা সহরদ স্থির এবং বহুকালের বেদখল উদ্ধার করিয়া সমস্ত পরিস্কার করিয়াছিলেন। তাহার প্রাপ্য হইতে কেহ তাহকে এক কড়ি বঞ্চিত করিতে পারিত না । এই স্ত্রীলোকটির প্রকৃতির মধ্যে বহুল পরিমাণে পৌরুষের অংশ । থাকাতে র্তাহার যথার্থ সঙ্গী কেহ ছিল না। স্ত্রীলোকেরা তাহাকে ভয় করিত। পরনিন্দ, ছোট কথা বা নাকীকান্না তাহার অসহ ছিল । পুরুষেরাও তাহাকে ভয় করিত ; কারণ, পরিবাসী ভদ্র পুরুষদের চণ্ডীমণ্ডপগত অগাধ আলস্তকে তিনি এক প্রকার নীরব দ্বাপূর্ণ তাঙ্ক কটাক্ষের দ্বারা ধিক্কার করিয়া যাইতে পারিতেন যাহা তাহদের স্থল জড়ত্ব ভেদ করিয়াও অন্তরে প্রবেশ করিত। প্রবলরাপে লুণ করিবার এবং সে ঘৃণা প্রবলরাপে প্রকাশ করিবার অসাধারণ ক্ষমতা এই প্রৌঢ় বিধবাটির ছিল। বিচারে যাহাকে অপরাধা করিতেন তাহাকে তিনি কথায় এবং বিনা কথায়, ভাবে এবং ভঙ্গীতে একেবারে দগ্ধ করিয়া যাইতে পারিতেন । পল্লীর সমস্ত দিয়াকৰ্ম্মে বিপদে সম্পদে তাহার নিরলস ইস্ত ছিল। সৰ্ব্বত্রই তিনি নিজের একটি গৌরবের স্থান বিনাচেষ্টায় অতি সহজেই অধিকার করিয়া লইতেন। যেখানে তিনি উপস্থিত থাকিতেন সেখানে তিনিই যে, সকলের প্রধানপদে, সে সম্বন্ধে । তাহার নিজের অথবা উপস্থিত কোন ব্যক্তির মনে কিছুমাত্র সন্দেহ স্বক্রিান্ত না । - o - রোগীর সেবায় তিনি সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু রোগী তাহাকে যমেরই মত ভয় করিত। পদ্ধ বা নিয়মের লেশমাত্র লঙ্ঘন হইগে তাহার ক্রোধানল রোগের তাপ অপেক্ষ রোগীকে অবিক উত্তপ্ত করিয়া তুলিত । , T. এই দীর্ঘাকার কঠিন বিধবাটি বিধাতার কঠোর নিয়মদণ্ডের গণ পল্লীর মস্তকের উপর উদ্যত ছিলেন ; কেহ তাহাকে ভাল