পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Roß সাধনা, । জন্য তাহার চিত্ত চঞ্চল হইয়া থাকিত । জনশ্রুতি আছে বাল্যকালে তাহার পিসিমার স্বভাবটিও এইরূপ ছিল। - জয়কালী তখন মাতৃস্নেহমিশ্রিত ভক্তির সহিত ঠাকুরের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া দালানে বসিয়া একমনে মালা জপিতে ছিলেন। বালকটি নিঃশব্দপদে পশ্চাৎ হইতে আসিয়া মাধবীতলায় দাড়ীইল। দেখিল নিম্নশাখার ফুলগুলি পূজার জন্য নিঃশেষিত হইয়াছে। তখন অতি ধীরে ধীরে সাবধানে মঞ্চে আরোহণ করিল। উচ্চশাখায় ছুটি একটি বিকচোমুখ কুঁড়ি দেখিয়া যেমন সে শরীর এবং বাহু প্রসারিত করিয়া তুলিতে যাইবে অমনি সেই প্রবল চেষ্টার ভরে জীর্ণ মঞ্চ সশব্দে ভাঙ্গিয়া পড়িল। আশ্রিত লতা এবং বালক একত্রে ভূমিসাৎ হইল। o জরকালী তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তাহার ভ্রাতুপুত্রটির কীৰ্ত্তি দেখিলেন। সবলে বাহু ধরিয়া তাহাকে মাটি হইতে তুলিলেন। আঘাত তাহার যথেষ্ট লাগিয়াছিল –কিন্তু সে আঘাতকে শাস্তি বলা যায় না, কারণ, তাহ অজ্ঞান জড়ের আঘাত ৷ সেই জন্ত পত্রিত বালকের ব্যথিত দেহে জয়কালীর সজ্ঞান শাস্তি মুহুমুহু সৰলে বধিত হইতে লাগিল। বালক একবিন্দু অশ্রুপাত না করিয়া নীরবে সস্থ BBBBS BBB BBB BBBB BBBBB BBBS BBBS BBB BB রুদ্ধ করিলেন। তাহার সেদিনকার বৈকালিক আহার নিষিদ্ধ হইল । - অtহার বন্ধ হইল শুনিয়া দাসী মোক্ষদা কাতরকণ্ঠে ছলছলনজে বালককে ক্ষমা করিতে অনুনয় করিল। জয়কালীর হৃদয় গলিল না। ঠাকুরাণীর অজ্ঞাতসারে গোপনে ক্ষুধিত বালককে কেহ যে খাদ্য দিবে বাড়িতে এমন দুঃসাহসিক কেহ ছিল না। বিধবা মঞ্চসংস্কারের জন্ত লোক ডাকিতে পাঠাইল্প পুনৰ্ব্বার মালাহস্তে দালানে আসিয়া বৃসিলেন। মোক্ষদা কিছুক্ষণ পরে সতরে নিকটে আসিয়া কহিল, ঠাকুর মা, কাকাবাৰু ক্ষুধায় কাদিতেছেন তাহাকে কিছু দুধ আনিয়া দিব কি ? । জয়কালী অবিচলিত মুখে কহিলেন, “না।” মোক্ষদা ফিরির গেল। অদূরবর্তী কুটীরের গৃহ হইতে নলিনের করুণ ক্ৰন্দন ক্রমে ক্রোধের গর্জনে পরিণত হইয়া উঠিল—অবশেষে অনেক ক্ষণ পরে × ×ყ·ყ! অনধিকার প্রবেশ । তাহার কাতরতার শ্রান্ত উচ্ছাস থাকিয়া থাকিয় জপনিযুক্ত ফুলনিত হইতে লাগিল । নলিনের আর্ভুকণ্ঠ যখন পরিশ্রান্ত ও মৌনপ্রায় হইয়া আসিয়াছে এমন সময়ে আর একটি জীবের ভীত কাতর ধ্বনি নিকটে ধ্বনিত হইতে লাগিল এবং সেই সঙ্গে ধাবমান মনুষ্যের দূরবর্তী চীৎকার শব্দ মিশ্রিত হইয়া মন্দিরের সম্মুখস্থ পথে একটা তুমুল কলরব উত্থিত l `. পশ্চাতে প্রবল পদশব্দ শুনিয়া সচকিত হইয়া ফিরিলেন-দেখিলেন হঠাৎ একটা অত্যন্ত মলিন শূকর দ্বার ঠেলিয়া উৰ্দ্ধশ্বাসে মন্দিরপ্রাঙ্গণে প্রবেশপূৰ্ব্বক ভূপৰ্য্যস্ত পৰ্য্যাপ্তপল্লব মাধবী লতার মধ্যে প্রাণভয়ে লুক্কল্পিত হইল। যে লতাবিতান এই ইষ্টকপ্রাচীরের মধ্যে বৃন্দাবিপিনের সংক্ষিপ্ত প্রতিরূপ , যাহার বিকশিত কুহুমমঞ্জরীর সৌরভ গোপীবৃন্দের সুগন্ধি নিঃশ্বাস স্মরণ করাইয়া দেয় এবং কালিন্দী তীরবর্তী সুখবিহারের সৌন্দৰ্য্যস্বপ্ন জাগ্রত করিয়া তোলে –বিধবার সেই প্রাণধিক যত্নের স্থপবিত্র নন্দনভূমিতে অকস্মাৎ এই বীভৎস ব্যাপার ঘটিল। পূজারি ব্রাহ্মণ অদূরে উপস্থিত ছিল। সে মহাশশব্যস্ত হইয়া লাঠিহস্তে তাড়া করিয়া আসিল । - - জয়কালী তৎক্ষণাৎ নামিয়া আসিয়া তাহাকে নিষেধ করিলেন এবং দ্রুতবেগে ভিতর হইতে মন্দিরের দ্বার রুদ্ধ করিয়া দিলেন। অনতিকাল পরেই স্থরাপানে উন্মত্ত ডোমের দল মন্দিরের দ্বারে উপস্থিত হইয় তাহদের বলির পশুর জন্ত চীৎকার করিতে লাগিল। জয়কালী রুদ্ধদ্বারের পশ্চাতে দাড়াইয়া কহিলেন, যা বেটার। ফিরে ঘা! আমার মন্দির অপবিত্র করিসনে ! গেল ! ". জয়কালী ঠাকুরাণী যে তাহার יהדו-f:F . ההבחנה הייתה לה", புது - டி-1 - 1 | ஆ | | ஈ | রাধানাথ জাউর মন্দিরের মধ্যে অশুচি জন্তুকে আশ্রয় দিবেন হই

  • ধারী প্রায় প্রত্যক্ষ দেখিয়াও বিশ্বাস করিতে পারিল না ।

এই সামান্ত ঘটলায় নিখিল জগতের সৰ্ব্বজীবের মহাদেবতা পরম প্রসর হইলেন কিন্তু ক্ষুদ্র পল্লীর সমাজনামধারী অতি ক্ষুদ্র দেবতাটি নিরতিশয় সংক্ষুব্ধ হইয়৷ डेबिँड़ा । - - -------- ... o.o. o.

--