পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ് ------- - i. o * --

  • - -.' ... o of , , _ ': ' সাধনা । । ভারতবর্ষে । । ২৭১ ৷

বাধাইয়া ঝুলিতেছে । আমাদের আগমনে তাহদের মধ্যে তুমুল - কোলাহল-কৌতুহল পড়িয়া গেল। লঘু-ধরণের এক এক বৃহৎ । লম্ফ দিয়া আমাদের নিকট দৌড়িয়া আসিল। দন্ত কিড় মিড় করিতে করিতে, ঘনঘন চোখের পাতা ফেলিতে Fo ফেলিতে, উদ্বিগ্নভাবে তীক্ষ্ণদৃষ্টি সহকারে আমাদের দিকে তাকাই। রছিল। মন্দির-দ্বারস্থিত ব্রাহ্মণের নিকট হইতে কিছু দান ক্রয় করিয়া বানরদিগকে ভক্তিভাবে নৈবেদ্য-উপহার প্রদান করিলাম। ভারি জমৃকালো। উহার মধ্যে একজন দ্বিভঙ্গিম ভাবে দণ্ডায়মাননাট্য-প্রহসনে যে ভঙ্গীতে অভিনেতার রাজা সাজিয়া দাড়া । কতকটা সেইরূপ। বাহুদ্বয় পাশ্বে আলম্বিত ; একটা বৃহৎ ঘট । উপর একটা অঙ্গুলী হস্ত—দাড়াইবার ভঙ্গী দেখিলে রিগো-নামক : চিত্রকরের চিত্রিত চতুর্দশ লুইর চিত্ৰ মনে পড়ে ; মুখের দুই দিকে দাড়ি ফোলানে—তাহাতে বীরত্বের আস্ফালন ও বাহব আকর্ষণ করিবার ভাব প্রকাশ পায়। তাহার পাশে, সেই একই দেয়ালে, ! or *- * * l H -*. * -- F - - - - so-o-o: = o * -- H --- -o-o: - * == *-* i * * " - - : ----- * !" on * : * iF = i * | E o: ----- * -- --- so -i-. In


  • : ---

r |, i. i. F. 冉 玉璽。 * - - * - - -

so - i ; ; -
  • * - . 1 *-*. * , , , t

- * : ri -- to It - . . . . ;-- - 1 * * * of - - * | * = #1; i. --- -: ------ . " ** -- 蛭、 o: - s - i. - i -** ‘. . 鬣 - * - - - - , 拉 - H -iji o Ao 进、 -- - ... " - - - - - - - - - - o - - --- - * -o *** : * : * * == -- - a * : . . --- s - - - -- is ". - s * == i := == -

  • * : * *

- 鬣 - - .." : - - - o = - . == s - - - o প্রিন্স-অফ-ওএলসের চটচটে ম্যাড়মেড়ে ছবি এবং ডাৰ্বি ঘোড়ু দৌড়ের বিজয়ী ঘোড়ার এক চিত্র। ঘোড়াটা বড় ও পাতলা-ধরণের পায়ে বুট ও মাথায় হলুদে টুপি-পর একজন খুদে জকি ঘোড়ার মুখ ধরিয়া আছে। এই সকল পুরাতন ছবি যাহা ইংলণ্ডের সকল্প পান্থশালাতেই সচরাচর দেখা যায়, তাহা এখানে মহামূল্য সামগ্রীর মধ্যে গণ্য ও অতীব যত্নসহকারে মূল্যবান ফ্রেমের মধ্যে সংরক্ষিত। এই রাজা যিনি পবিত্র গোবৃন্দ ও শিবের মন্দির পোষণ ও রক্ষ ণের জন্য প্রতিদিন ১০০ টাকা করিয়া দান করেন, ইনি ১৮৮৭ খৃষ্টাব্দে ইংলণ্ডেশ্বরীর জুবিলি-উৎসবে উপস্থিত ছিলেন। লোকে বলে, ইনি সেখানকার সমস্ত দেখিয়া শুনিয়া অতীব বিমুগ্ধ হইয়া ছিলেন। বিশেষতঃ সেখানকার অশ্বের বৃহৎ আকার দেখিয়া যার পর নাই বিস্মিত হইয়াছিলেন ।

  • * * * - সম্মুখে, গঙ্গার অপর পারে, সারি সারি তটশোভা অট্টালিকার মধ্যে বানরদিগের একটা বৃহৎ মন্দির।

সেখানে দেবতারা বিরাজমান—সেই পাটখিলে রঙের দেবতার প্রবেশ-দ্বারের বারাণ্ডার নীচে লম্ফঝম্প সহকারে খেলাইয়া বেড়া-- অমনি তৎক্ষণাৎ তীক্ষ চীৎকার—তীব্র তারধ্বনি সমুথিত হইল। পরস্পরের লোমশ দেহ ধরিয়া টানাটানি– তরঙ্গায়িত মেরুদণ্ডসমূহের মেশামেশি ও ডিগ্ৰবাজির মধ্যে লোহিতবর্ণ লাস্কুল-মূল দেখা যাইতে লাগিল । - - - এই বানর-দেবতারা আমাদিগের পশুশালাস্থিত বানরদিগের স্থায় বদ্ধ নহে। এই স্থানটি উহাদের প্রধান আডামাত্র; এখান হইতে নির্গত হইয়া প্রতিদিন প্রাতে উহারা সমস্ত সহরময় ছড়াইয়া পড়ে এবং বাগান ও বাড়ির জিনিসপত্র লুটপাট করিয়া বড়ই উৎপাত করে। একবার ফল চুরি করায় একজন ইংরাজ বানরদিগকে প্রহার করে। তাহাতে বেনারস-সহরে একটা মহা জনরব উঠিল। দেশীয় লোকের সেই ইংরাজের বাড়ি ঘেরাও করিল ; এমনকি সেই ইংরাজকে রক্ষা করিবার জন্ত সিপাহীদিগকে আনিতে হইয়াছিল। মঙ্গলবার বানরদিগের মহা উৎসব। বানরের সকল দলই , -بی-rt T= جیاچههایی بیبی == ‘‘ ....... = ...-- ہی- . ابت* 1 = 1.T মন্দিরে আসিয়া উপস্থিত। ভক্তের দল সাসিতে তাহাদিগের সঙ্গে নারিকেলের শাস ও ফলাদি নৈবেদ্য। ঘটা করিয়া একটা ছাগল বলিদান হইন্ম i. এই লোমহর্ষণ দৃশু দেখিয়া, বানরেরা ইউ গাইল, দন্ত কিড়মিড় করিল, ছোট ছোট তীক্ষনেত্রের

  • - - ** * - o ---. - ੋ ੰ -ইতেছে। প্রস্তরময় কারুকার্যের খোজখাজের মধ্যে লগিল উপরিস্থ লোমশ জদেশ কুঞ্চিত করিল ।

- -- o, - - - . . . . . . . - - * * * *