পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o . .

  • -- --- - - oi -|-i: .H: -: ----- =* --

প্রস্তর নিৰ্ম্মিত প্ৰহেলিকাময় বিবিধ যন্ত্রে পরিপূর্ণ–এবং উহাদেৱ । |橙1: -- -| : - -- o o 肅 i i - - - o - - - - - - - . - s ----- ". . o :* -- # 를 ** = + এখানকার বিশ্ববিদ্যালয় দেখা অবিস্তক। কারণ, এই → ৭লী নগরী হিন্দুদিগের জ্ঞান ধৰ্ম্ম সভ্যতার একটি অতীব প্রাচীন : কেন্দ্র-স্থল। পূৰ্ব্বকালে, এখানকার ব্রাহ্মণের দর্শনশাস্ত্রের আলোঁ । চনা করিতেন ; তখন বহু দূর হইতে লোক সকল ইহঁাদের প্রকটত : মতবাদ শিক্ষা করিতে আসিত। যে জ্যোতির্বিজ্ঞা অনন্তের ধানে ? নিযুক্ত, এখানে সেই জ্যোতির্বিদ্যার বিলক্ষণ আদর ছিল। আঞ্জ প্রাতে একটা পুরাতন মান-মন্দির দেখিতে গিয়াছিলাম। উছ গাত্রে অসংখ্য রহস্যময় লেখা বিদ্যমান। এই সমস্ত যখন দেধি লাম, তখন যেন আমার আত্মা সেই ঘোর তমসাচ্ছন্ন কালে উপনীত হইল—যে সময়ে এই নগরী য়ুরোপীয়দিগের নিকট অপরিজ্ঞাত ছিল এবং যে সময়ে এখানে এই পুরাতন প্রাচ্য বিজ্ঞানের অনুশীলন বিলক্ষণ চলিতেছিল-কৌতুহলাক্রান্ত ব্রাহ্মণের স্বর্য্যের অয়ন গতি গণনা করিতেছিলেন ও মেরুদেশের চতুর্দিকস্থ তারকাবলীর আবর্তন পরিমাণ করিতেছিলেন। : এখন সংস্কৃত এখানে পণ্ডিতী ভাষা হইয়া দাড়াইয়াছে। স্বই ডেনের কোন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের এখনও যেরূপ ল্যাটিন ভাষায় গ্রন্থাদি লিথিয় থাকেন, সেইরূপ এখানকার, পণ্ডি তেরা সংস্কৃত ভাষা ব্যবহার করেন। বেনারসে এখনও বেদ পুরাণ উপনিষদ মহাকাব্য প্রভৃতির পুরাতন শ্লোক সকলের ভাষ্য ও টীকা প্রকটত হইয়া থাকে। এই পণ্ডিতদিণের মধ্যে কেহ কেহ যুরো : - - **-i ইংরাজের বেনারসকে ভারতবর্ষের অক্সফোর্ড বলিয়া থাকেন। -- " -

  • . . . . 卒、 - - - - o . -- ---

--- - on - --- _ * ------ 4 o' o - --്:- -iro - - - - - - ------ -- o io. - ____ _ _ ------ - ششت == リー。 ::" এখানে যে বিশ্ববিদ্যালয়ের মন্দির নিৰ্ম্মিত হইয়াছে, মনে হয় যেন । তোরণ–এই সকল কুলাঙ্গী—এই সকল সরু সরু গন্ধ খাম o দেখিলে মনে হয় যেন “ওরিয়েল” কিম্বা “ম্যাগডালেনে” প্রবেশ । করিতেছি। কেবল এইমাত্র প্রভেদ,-অক্সফোর্ড বিদ্যাগন্দিরের গ্রেনাইট প্রস্তরে বৃষ্টি ও কালপ্রভাবে স্থানে স্থানে চাকুল উঠিয়া । গিয়াছে—ম্লান আকাশের বিষঃভাব যেন তাহাতে মুদ্রিত হইয়া আছে। পক্ষান্তরে, বেনারসের বিদ্যামন্দিরের প্রস্তর আলোক- কিরণে দীপ্যমান ; অনতিতপ্ত স্থখস্পর্শ বায়ুর বিলাসময় প্রভাব যেন । - . . . - شاتـ د- ; : একসকোর্ড হইতে উঠাইয় আনা হইয়াছে। এই সকল । ছুচালে খিলান, এই সকল খাজ-ওয়ালা চতুষ্কোণ চুড়া-এই সকল : --- - - উছার সর্বাংশে অনুপ্রবিষ্ট। উত্তরদেশের বিচিত্ৰতাপজ অসীম প্রান্তর ও কম্পিতকায় স্বন্ধ উদ্ভিজ্জের সহিত এখানকার সমুজ্জ্বল ও সমুন্নত তালজাতীয় বৃক্ষের যে প্রভেদ, এই উভয় মন্দিরের মধ্যেও সেই প্রভেদ লক্ষিত হয়। ছচালো খিলান-ওয়াল বরের মধ্যে তিন । চারি দল ছাত্র অধ্যাপকের চারিদিকে ঘেঁসাঘেসি করিয়া বসিয়া । আছে। অক্সফোর্ডের পাঠশালা এখানকার পাঠশালার সদৃশ । বটে, কিন্তু সেখানে যেরূপ সাহস দীপ্ত উজ্জল মুখ সকল দেখা যায়, . এখানে তাহার পরিবর্তে প্রাচ্য মুখ মৃদুমধুর, অপৌরুষিক-অতীব - ੋ কোমল ও দেহ পাংলা পাতল –আলগা চাদরে আচ্ছাদিত - পেখিতে পাওয়া যায়। গণিতের অধ্যাপক বাপুদেব শাস্ত্রী আমাকে । সঙ্গে করিয়া লইয়া গেলেন। ছাত্রেরা শোভনভাবে শরীর ঈষৎ * - বেগাইয়া, মাটির দিকে দৃষ্টি স্থির রাখিয়া, অঞ্জলিবদ্ধ হস্ত ওষ্ট- সমীপে উঠাইয়া আমাকে অভিবাদন করিল। বীজগণিতের সঙ্কেত । লিপিতে পরিপূর্ণ একটা কালে রঙ্গের চিত্রের সম্মুখে ছেলের ੋ --- *গনপীড়ি হইয়া বসিয়া আছে- জরির ফুল-ওয়ালী মখমলের । ... - ..." - o i---- * -- - - - - of or -- **** ് "


" ... --- - I -, - . --