পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎԶ: Ե যে নেই সে বিষয়ে সন্দেহ করিনে — দ্বিতীয়টি যে আছে তা এখনি প্রমাণ করে দিতে পারি কিন্তু আপনার - ত অামার কোন আলোচনাতেই কৰ্ণপাত করেন না। (শচীর নিকট গিয়া) দেখুন শচি আপনার কি মনে হয় না। স্বৰ্গসমাজের ভিতরে যে সমস্ত দোষ প্রবেশ করেছে সেগুলো দূর করবার জন্তে আমাদের বন্ধপরিকর হওয়া উচিত। আপনার স্বৰ্গাঙ্গনারাও যদি এ সকল বিষয়ে শৈথিলা প্রকাশ করতে থাকেন । তাহলে আপনাদের স্বামীদের চরিত্রের অবস্থা ক্রমশই শোচনী হতে থাকবে। ওঁদের সম্বন্ধে যে সকল অপযশের কথা প্রচলিত আছে সে আপনাদের অবিদিত নেই –মধ্যে মধ্যে যদি সভা আহ্বান করে এ সকল বিষয়ে আলোচনা হয়—আপনারা যদি সাহা । করেন তা হলে – কোথায় যান ? গৃহকৰ্ম্ম আছে বুঝি ? (শচীকে উঠিতে দেখিয়া সকল দেবতার উত্থান এবং অকালে সভাভঙ্গ। মহা মুস্কিলে পড়া গেল—কাউকে একটা কথা বলে কেউ শোনেও ন –বুঝতেও পারে না। (ইন্দ্রের নিকট গিয়া কাতর স্বরে) ভগবন সহস্ৰলোচন পুরোডাশ শতক্রতো, আমার সাড়ে পঁাচ কোটি সাড়ে পনর লক্ষ বৎসরের মধ্যে আর কত দিন বাকি আছে ? : ইন্দ্র । (কাতরতর স্বরে) সাড়ে পাচকোটি পনরলক্ষ উনপঞ্চাশ হাজার নয় শ নিরেনববই বৎসর। (গোকুলনাথ এবং তেত্রিশকোটি দেবতার এক সঙ্গে সুগভীর -ே দীর্ঘ নিশ্বাস পতন) in -- o: কৃতজ্ঞত।। o সপ্তবিংশ পরিচ্ছেদ । কুসুমমালা আর মেমের কাছে পড়িতে যায় না। দুই দিন હરે ভাবে গেল। মেম জিজ্ঞাসা করিয়া পাঠাইলে পরিচারিকার বলে তার অসুখ করিয়াছে। তিন দিনের দিন দীনেন্দ্র ఢా কাছে সে কথা শুনিয়া কিছু বিস্মিত হইলেন – কেননা পীড়ার কোন কথা তিনি আদেী জানিতেন না। ইহা কি সম্ভব যে কুস্থম তাহার কাছে তাহ গোপন করিয়াছে? দীনেন্দ্র মেম সাহেবের নিকট একটু একটু অপ্রতিভ হইলেন। দিনের বেলায় অন্দরে গিল ট্রা সম্ভাবণ মাতার ও পুরপরিজনবর্গের চলে মহাপাতক স্বরূপ গণ্য হইলেও দীনেন্দ্র বেলা আড়াই প্রহরের সময় অকস্মাৎ শয়ন গৃহে উপস্থিত হইলেন। কুহুম তখন মিতিনমার সঙ্গে সুখ দুঃখের গল্পে ভোর ছিল। মানদা ঠাকুরাণী আদি করিতেছিলেন, পীড়ার ভাগ করিয়া কুহুমের কদিন চলিবে ? পড়িতে না গেলে মেম কালেক্টরের কাছে অবশু রিপোর্ট করিবে। তখন ? তখন কোকার সঙ্গে তাকে সদরে গিয়া মেম সাজিতেই হবে! কালেক্টর সাহেবকে বলিতে হবে বাপ, এবং টেবিলে খান খেতে হবে । বলা বাহুল্য কথা এর বেশী নয়, কিন্তু মিতিনমার হাস্য স্বত্রে প্রসঙ্গ বাড়িয়াই চলিয়াছিল। অতএব অপেক্ষাকৃত নিঃশব্দ পদসঞ্চারে কোকা যে দ্বারে আসিয়া দাড়াইল, সেটা তিনি বুঝিতে পারেন নাই। কিন্তু কুহুমকে অকস্মাৎ কচ্ছপের মত অবগুণ্ঠনের অস্তস্বালে মুখ লুকাইতে দেখিয়া অনাবৃত মস্তক এবং বক্ষোদেশ মানদী দেবী ত্রস্তে মুখ ফিরাইয়া দেখেন- সৰ্ব্বনাশ, কোথায় যাৰ মা ! - -- .. -- --- -- ----- o -o-o: -- o, o H. : : ooi -- ..


-- -

- ---


-- -I*. - --

of o - 1: ... T-- -o - -- --- -- - o - --- -- - o - o - - - -- of s or - -