পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিনের বেলায় এ যে কোকন ! কোন মতে বস্ত্র সম্বরণ করিয়া ঠাকুরাণী উদ্ধশ্বাসে সে কক্ষ ত্যাগ করিলেন। দীনেন্দ্র হাসির বলিলেন, “অত দৌড়ে যেয়ে না মিতিন মা, পড়ে যাবে যে " সে কথা ঠাকুরাণী কানে তুলিলেন না। o বলা বাহুল্য অন্দর মহলে সে দিন হুলুস্থল পড়িয়া গেল। মৈত্র বংশের কেহ কখন পিতৃত্ব লাভের পূৰ্ব্বে স্ত্রীর সঙ্গে দিবাভা সাক্ষাৎ করেন নাই – কোকন হইতে এই চিরন্তন প্রথা উঠিন্তে চলিল, ইহা কি সহিবে ? কত্রী ঠাকুরাণী যত কাদেন, তার মিস্তিন এবং পরিচারিকার তত এই কথারই আলোচনা করে। শেষে হরিপ্রিয়া পরামর্শ করিলেন, কাল থেকে বউমাকে নূতন বাড়ীতে রাখিয়া দিবেন, দীনেন্দ্র বুঝিলেন, কুসুমের অসুখের কথাটা ভাণ মাত্রভিতরে বিশেষ কিছু কথা আছে। কিন্তু কিছুতে কুসুম তাহ ভাঙ্গিল না। দিনেরবেলায় সে ভাবে শয়ন-গৃহে স্বামীকে আসিতে দেখিয়া সে লজ্জায় মরিয়া গেল। দীনেন্দ্র যতক্ষণ ছিলেন, পত্নীকে কেবল চোকের জল ফেলিতে দেখিলেন। অনেক পীড়াপীড়ির পর রোদনের স্বরে হাফাইতে ছাফাইতে কুসুম স্বামীকে বলিল, দিনের বেলায় নিঃসঙ্কোচ হয়ে আসা কেবল তাহার যন্ত্রণা বৃদ্ধির জন্ত। মরণ হলে বাচি ৷ ইত্যাদি । আসল কথাটা ঠিক না বুঝিলেও দীনেন্দ্র আন্দাজ করিলেন, মায়েতে আর মিতিন মাতে এই অস্থখের ভাগ মূলে বিরাজ করিতেছেন। মিতিন মার সমk লোচনা দীনেন্দ্র স্বকৰ্ণে একটু একটু শুনিয়াছিলেন—অতএব পোষক প্রমাণের তেমন অভাব হইল না। রোষে অভিমানে দীনেন্দ্রনাথ অন্দর মহল ত্যাগ করিয়া গেলেন। নহিলে পুরাতন অন্দরে দম্পতির দিবামিলন । পাপ কিছুতে কাটিবে না। ് . কৃতজ্ঞতা | - ՎԻԱ অষ্টবিংশ পরিচ্ছেদ । বাহিরে আসিয়াই দীনেন্দ্র ডোনাল্ড সাহেবের এক সুদীর্ঘ চিঠি । সাহেব দম্পতি সেই নাবালিকাকে কন্যানিৰ্ব্বিশেষে স্নেহ করিয়া পাশ্চাত্য জ্ঞানে দীক্ষিত করিয়াছেন, বরাবর তাহীদের ভরসাছিল সে দেশীয় কুসংস্কার বর্জন করিয়া যথাসময়ে উপযুক্ত পাত্রে পরিণত হইবে। কিন্তু সে আশায় তাহার নিরাশ হইতে বসিয়াছেন। এখন এমন কোন উপায় কি হইতে পারে না বাহাতে বালিকার মন ফিরিতে পারে ? মিসেস ডোনাল্ড বিধিমতে চেষ্টা করিয়া ব্যর্থমনোরথ হইয়াছেন বটে, কিন্তু সাহেবের বিশ্বাস দীনেন্দ্রনাথ একটু যত্ন করিলে এখনও সুফল ফলিতে পারে। এই গৌরচন্দ্রিকার পর ডোনাল্ড নিজে হইতে একটা উপায় নিৰ্দ্ধারণ এবং সে সম্বন্ধে দীনেন্দ্রের পরামর্শ জিজ্ঞাসা করি । লছেন। চিঠির শেষ ভাগটার দীনেন্দ্রকে জলস্ত ভাষায় খুব উৎ সাহিত করা হইয়াছে । বছর দুই কুণ্ডলায় থাকিয় দীনেন্দ্র স্বধুই যে স্বরাজোত পৰী হিত করিয়াছিলেন, তাহ নছে। ধীরে ধীরে তাহার মনে একটা বিপ্লব ঘটিতেছিল। গৃহিণীর কোমল স্বরভিময় চরিত্র তাহার হৃদয় তেমন পণ করিতে পারিত না বটে, কিন্তু মিস ভর্মিনিয়াকে সমিছ করিয়া চলিতে হইত এবং স্বরবালার গতি পদ শিপে তিনি একটা মহত্ত্ব অনুভব করিতেন। কুসুমকে তিরস্কার. করিয়৷ দীনেজ যখন বলিঙেন—“বোনটীর মত হতে পার না" ীি "" ভর্জিনিয়া দীনেন্দ্রকে যে মূৰ্ত্তিতে চিত্রিত করিয়া ডোনাল্ড । t +. - -- o o o s * -ணஐகய